Connect with us

টালিউড

পিয়ার সঙ্গে ঘর বাঁধলেন পরমব্রত, বিয়ের ছবি শেয়ার করে কী লিখলেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (ছবি: ফেসবুক)

সংসার পাতলেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তার সঙ্গে ঘর বেঁধেছেন মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। আজ (২৭ নভেম্বর) সন্ধ্যায় কলকাতায় ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে নতুন জীবন শুরু করলেন তারা।

বিয়ের সময় তোলা তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর সঙ্গে ৪৩ বছর বয়সী এই তারকা জুড়ে দিয়েছেন আমেরিকান বংশোদ্ভুত ব্রিটিশ কবি টি. এস. ইলিয়টের লেখা ‘দ্য লাভ সং অব জে. আলফ্রেড প্রুফ্রক’ কবিতার দুটি পঙক্তি। লাইন দুটির বাংলা অর্থ হলো, ‘তাহলে চলো, তুমি আর আমি/যখন আকাশে সন্ধ্যা নেমে আসে…।’ এরপর তিনি লিখেছেন, ‘এই তো।’

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (ছবি: ফেসবুক)

বিয়ের ছবিতে বর-কনের এক গাল হাসির সঙ্গে চোখে-মুখে বিয়ের আনন্দ স্পষ্ট। শুধু দুই পরিবার ও একান্ত ঘনিষ্ঠ বন্ধুদের সান্নিধ্যে আইনিভাবে সই-সাবুদ করে গাঁটছড়া বেঁধেছেন দু’জনে।

সাদা শাড়িতে বিয়ের শুভ কাজ সেরেছেন বাঙালি কনে পিয়া। তিনি পরেছেন সাদা বেগমপুরি, লাল জামদানি কাজের ব্লাউজ় জুড়ে সুতোর নকশা করা। নববধূর ছিমছাম সাজের মধ্যে ছিলো গলায় সোনার লহরি হার, হাতে সোনার কঙ্কন ও বালাম খোলা চুল, লাল লিপস্টিক এবং কপালে ছোট লাল টিপ। পরমব্রত পরেছেন গেরুয়া পাঞ্জাবি, সাদা পাজামা ও জওহর কোট।

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (ছবি: ফেসবুক)

পরম ও পিয়ার প্রেমের কানাঘুষো শোনা যাচ্ছিলো অনেকদিন ধরে। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রকাশ্যে কখনো কোনো কথা বলেননি তারা। ‘চুপিচুপি প্রেম’ করলেও পিয়াকে স্রেফ ‘ভালো বন্ধু’ তকমা দিয়েই পাশ কাটিয়েছেন পরম। সেই বন্ধুত্ব রূপ নিলো পরিণয়ে।

সাম্প্রতিক সময়ে পিয়ার বাড়িতে পরমব্রত যাতায়াত বাড়িয়ে দেওয়ায় প্রেমের ইঙ্গিত মিলছিলো। মাঝে পরমব্রত শুটিংয়ের জন্য দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তখন পিয়া দেখা করতে গিয়েছিলেন। কিছুদিন আগেই পিয়া ও তার মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় দেখা গেছে। তবুও তারা সম্পর্কের ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন।

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (ছবি: ফেসবুক)

ভারতের বাংলা সিনেমার ব্যস্ততম অভিনেতাদের মধ্যে অন্যতম পরমব্রত। বলিউডেও কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি হাত পাকিয়েছেন পরিচালনা ও প্রযোজনায়। অন্যদিকে পিয়া পেশায় একজন মনো-সমাজকর্মী। তিনি সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০১৫ সালে তাদের বিয়ে হয়। ছয় বছরের দাম্পত্যের পর ২০২১ সালের নভেম্বরে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন তারা। তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে, পরমের সঙ্গে পিয়া প্রেম করছেন বলেই অনুপমের সঙ্গে বিয়ে ভেঙেছে। এর আগে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিদেশিনী ইকার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিলো পরমব্রতর।

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী (ছবি: ফেসবুক)

২০২১ সালের ৯ আগস্ট রাজ্য সরকারের ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ একটি বিশেষ কমিটি গঠন করলে তাতে জায়গা পান পরম ও পিয়া। কমিটির চেয়ারম্যান করা হয় পরমব্রতকে। কমিটির বাকি আট সদস্যের মধ্যে ছিলেন পিয়া। ডেউচা-পাঁচামিতে কয়লা উত্তোলনের উদ্যোগ শুরু হওয়ায় স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। সেই সময় প্রশাসনিকভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে রাজ্য সরকার। কিন্তু তাতে বিশেষ কাজ না হওয়ায় রাজ্য সরকার ওই কমিটি তৈরি করে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ