গান বাজনা
৮ শিল্পীর কণ্ঠে ‘দেখা দাও মা’

‘দেখা দাও মা’ গানের কণ্ঠশিল্পীরা (ছবি: ডিএমএস)
দুর্গাপূজার উৎসব উদযাপনকে রঙিন করে তুলতে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করতে যাচ্ছে ‘দেখা দাও মা’ শিরোনামে বিশেষ মিউজিক ভিডিও। গানটি কণ্ঠ দিয়েছেন সন্দীপন দাস, ধ্রুব গুহ, কিশোর দাশ, সুকন্যা মজুমদার, অনিন্দিতা সাহা অথি, প্রিয়াংকা বিশ্বাস, অনন্যা আচার্য ও কেশব রায় চৌধুরী।
গানটি লিখেছেন ওপার বাংলার ‘বোঝেনা সে বোঝেনা’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’, ‘কিছু কিছু কথা’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার প্রসেন।
গানটির সুরকার ও সংগীতায়োজক কিশোর দাশ বলেন, ‘গানটির কথার গাঁথুনির সঙ্গে উৎসব ও প্রার্থনার আবহের সম্মিলন ঘটিয়ে ভিন্নমাত্রার গান উপহার দেওয়ার চেষ্টা করেছি।’
পূজার সাজে রমনা কালী মন্দিরে শুটিং করেছেন কণ্ঠশিল্পীরাই। তাদের সঙ্গে নেচে-গেয়ে দুর্গার বন্দনা করেছে একঝাঁক নৃত্যশিল্পী। ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

‘দেখা দাও মা’ গানের কণ্ঠশিল্পীরা (ছবি: ডিএমএস)
ডিএমএসের কর্ণধার এবং গানটির অন্যতম কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘এবার দেবী দুর্গার হাতিতে চড়ে মর্ত্যে আসার ফল কিছুটা স্বস্তিদায়ক হলেও দেবী কিন্তু কৈলাশে ফিরে যাচ্ছেন নৌকায় করে, যার ফল অশুভ কিছুরই ইঙ্গিত বহন করে। এসব বিষয় মাথায় রেখে আমরা এবার দেবী দুর্গার মাহাত্ম্য বন্দনাসহ দুর্গাকে মর্ত্যে এসে এই চলমান ও আসন্ন বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার জন্য প্রার্থনামূলক একটা গান করেছি।’
আগামী ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাপঞ্চমীতে ডিএমএস ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘দেখা দাও মা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস