গান বাজনা
পেন্টাগনের ৩০ বছর পূর্তির আয়োজন
পেন্টাগন ব্যান্ডের তিন দশক পূর্তি হলো চলতি মাসে। এ উপলক্ষে ঢাকার গুলশান ক্লাবে সংগীত পরিবেশন করবেন বর্তমান সদস্যরা। সংগীকাঙ্গনে দীর্ঘ ভ্রমণে কথা ও সাবেক সদস্যদের প্রতি কৃতজ্ঞতাও অনুষ্ঠানে জানাবেন তারা। ৩০ বছরের পথচলা উদযাপন থেকে নতুন গান তৈরির পরিকল্পনা শুরু করতে চায় ব্যান্ডটি।
৩০ বছর পূর্তি উপলক্ষে পেন্টাগনকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে হাজির হতে পারেন দেশের বিভিন্ন ব্যান্ডের সদস্যরা। তাদের মধ্যে কয়েকজন পেন্টাগনের সঙ্গে সংগীত পরিবেশনের জন্য মঞ্চে উঠবেন।
১৯৯৩ সালে ১৩ অক্টোবর পাঁচ বন্ধু মিলে গঠন করেন পেন্টাগন ব্যান্ড। তারা হলেন মোহাম্মদ আলী সুমন, শামসুন নূর রঞ্জন, মশিউর রহমান শেলী, জাবেদ আহমেদ বাবু ও শওকত আলী ইমন। ২০০২ সালে বাজারে আসে তাদের প্রথম অ্যালবাম ‘সেই আমি’। ২০০৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘এইট ও ক্লক’।
শওকত আলী ইমনের ভাগ্নী আলিফ আলাউদ্দিন পেন্টাগনের কণ্ঠশিল্পী। একই ব্যান্ডের সদস্য ফয়সাল তার স্বামী। আলিফের খালাতো ভাই ফারশিদ একসময় ব্যান্ডে ছিলেন। প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী সুমনের ছেলে ইয়ানি বর্তমান লাইনআপের গিটারিস্ট। সাবেক সদস্যদের মধ্যে আরো ছিলেন আনান, টিপু, জীবন, বালাম, মাহবুব, মবিন, শামস মুনসুর গনি, ফয়সাল, আলিফ, অমি, মেহেদী, আনিতাসহ অনেকে।
পেন্টাগনের বর্তমান লাইনআপ: সুমন (কণ্ঠ ও রিদম গিটার), আলিফ (কণ্ঠ), মোর্শেদ (বেজ গিটার), টিপু (পারকাশন), ফয়সাল (গিটার), ইয়ানি (গিটার), মৃদুল (ড্রামস), জয় (কি-বোর্ড)।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস