Connect with us

গান বাজনা

পেন্টাগনের ৩০ বছর পূর্তির আয়োজন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কনসার্টে পেন্টাগন ব্যান্ড (ছবি: ফেসবুক)

পেন্টাগন ব্যান্ডের তিন দশক পূর্তি হলো চলতি মাসে। এ উপলক্ষে ঢাকার গুলশান ক্লাবে সংগীত পরিবেশন করবেন বর্তমান সদস্যরা। সংগীকাঙ্গনে দীর্ঘ ভ্রমণে কথা ও সাবেক সদস্যদের প্রতি কৃতজ্ঞতাও অনুষ্ঠানে জানাবেন তারা। ৩০ বছরের পথচলা উদযাপন থেকে নতুন গান তৈরির পরিকল্পনা শুরু করতে চায় ব্যান্ডটি।

৩০ বছর পূর্তি উপলক্ষে পেন্টাগনকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে হাজির হতে পারেন দেশের বিভিন্ন ব্যান্ডের সদস্যরা। তাদের মধ্যে কয়েকজন পেন্টাগনের সঙ্গে সংগীত পরিবেশনের জন্য মঞ্চে উঠবেন।

১৯৯৩ সালে ১৩ অক্টোবর পাঁচ বন্ধু মিলে গঠন করেন পেন্টাগন ব্যান্ড। তারা হলেন মোহাম্মদ আলী সুমন, শামসুন নূর রঞ্জন, মশিউর রহমান শেলী, জাবেদ আহমেদ বাবু ও শওকত আলী ইমন। ২০০২ সালে বাজারে আসে তাদের প্রথম অ্যালবাম ‘সেই আমি’। ২০০৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ‘এইট ও ক্লক’।

আলিফ আলাউদ্দিন ও ফয়সাল (ছবি: ফেসবুক)

শওকত আলী ইমনের ভাগ্নী আলিফ আলাউদ্দিন পেন্টাগনের কণ্ঠশিল্পী। একই ব্যান্ডের সদস্য ফয়সাল তার স্বামী। আলিফের খালাতো ভাই ফারশিদ একসময় ব্যান্ডে ছিলেন। প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী সুমনের ছেলে ইয়ানি বর্তমান লাইনআপের গিটারিস্ট। সাবেক সদস্যদের মধ্যে আরো ছিলেন আনান, টিপু, জীবন, বালাম, মাহবুব, মবিন, শামস মুনসুর গনি, ফয়সাল, আলিফ, অমি, মেহেদী, আনিতাসহ অনেকে।

পেন্টাগন ব্যান্ডের বর্তমান সদস্যরা (ছবি: ফেসবুক)

পেন্টাগনের বর্তমান লাইনআপ: সুমন (কণ্ঠ ও রিদম গিটার), আলিফ (কণ্ঠ), মোর্শেদ (বেজ গিটার), টিপু (পারকাশন), ফয়সাল (গিটার), ইয়ানি (গিটার), মৃদুল (ড্রামস), জয় (কি-বোর্ড)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ