Connect with us

সিনেমা হল

স্টার সিনেপ্লেক্সে জুলাই মাসে বেশি টিকিট বিক্রি হওয়া শীর্ষ ১০ সিনেমার পোস্টার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

গল্প নয় সত্যি! হলিউডের হাজার কোটি টাকার সিনেমাকে টেক্কা দিয়েছে বাংলা সিনেমা! দেশের অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের জুলাই মাসে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া শীর্ষ ১০ সিনেমার ১, ২ ও ৬ নম্বরে আছে যথাক্রমে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’। তিনটি সিনেমাই মুক্তি পেয়েছে গত ২৮ জুন ঈদুল আজহার দিন। স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান– ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় দর্শক-চাহিদা, শো সংখ্যা ও আয়ে এগিয়ে ছিলো বাংলা সিনেমা। গত ৩ আগস্ট রাতে স্টার সিনেপ্লেক্সের ভেরিফায়েড ফেসবুক পেজে জুলাই মাসের সেরা ১০টি সিনেমার তালিকা প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখে নিন সিনেমাগুলোর টুকরো তথ্য।

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টারে আফরান নিশো (ছবি: চরকি)

১. সুড়ঙ্গ
স্টার সিনেপ্লেক্সের জুলাই মাসে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়ার সিনেমার তালিকায় শীর্ষে আছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেতা আফরান নিশোর। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে এখন প্রতিদিন ‘সুড়ঙ্গ’র ১৪টি শো চলছে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস ও চরকি।

‘প্রিয়তমা’র পোস্টারে শাকিব খান (ছবি: ফেসবুক)

২. প্রিয়তমা
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল জুটির ‘প্রিয়তমা’ আছে স্টার সিনেপ্লেক্সের জুলাই মাসে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়ার সিনেমার তালিকায় দুই নম্বরে। হিমেল আশরাফ পরিচালিত ও ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটির এখন ১৩টি শো চলছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায়।

‘ওপেনহাইমার’ সিনেমার পোস্টার (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

৩. ওপেনহাইমার
খ্যাতিমান ব্রিটিশ পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ আছে তিন নম্বরে। ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় এটি মুক্তি পেয়েছে গত ২১ জুলাই। এর বাজেট ১০ কোটি ডলার (১ হাজার ৯০ কোটি ২৮ লাখ টাকা)। ‘পারমাণবিক বোমার জনক’ হিসেবে পরিচিত আমেরিকান পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করে এর গল্প। তার চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মারফি। এছাড়া আছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউ, ক্যাসি অ্যাফ্লেক, রামি মালেক, জশ হার্টনেট ও কেনেথ ব্রানা।

‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’ সিনেমার পোস্টার (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

৪. মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান
হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজের সপ্তম কিস্তি ‘মিশন ইমপসিবল: ডেড রেকোনিং–পার্ট ওয়ান’ অবস্থান করছে তালিকার চারে। এর বাজেট ২৯ কোটি ১০ লাখ ডলার (৩ হাজার ১৪৮ কোটি ১৮ লাখ টাকা)। প্যারামাউন্ট পিকচার্স ও স্কাইড্যান্সের পরিবেশনায় এটি মুক্তি পায় গত ১৪ জুলাই। ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন ভিং রেমস, সায়মন পেগ, রেবেকা ফার্গুসন, ভ্যানেসা কার্বি, হেনরি চেরনি, ফ্রেডেরিক শ্মিট, হেইলে অ্যাটওয়েল, পম ক্লেমেন্টিয়েফ, ক্যারি এলওয়েস, রব ডেলানি, ইন্দিরা ভার্মা, শেই হুইগ্যাম, মার্ক গ্যাটিস, ইসাই মোরালেস ও চার্লস পারনেল।

‘বার্বি’র পোস্টারে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

৫. বার্বি
বিশ্বজুড়ে জনপ্রিয় পুতুল বার্বি অবলম্বনে নির্মিত ‘বার্বি’ আছে তালিকার পাঁচ নম্বরে। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় এটি মুক্তি পায় ২১ জুলাই। এর বাজেট ১৪ কোটি ৫০ লাখ ডলার (১ হাজার ৫৬৮ কোটি ৬৮ লাখ টাকা)। ব্রিটিশ নারী গ্রেটা গারউইগের পরিচালনায় এতে অভিনয় করেছেন মার্গো রবি, রায়ান গসলিং, বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ মডেল-অভিনেতা রমজান মিয়া, ব্রিটিশ-আলবেনিয়ান সংগীতশিল্পী দুয়া লিপা, জন চেনা, উইল ফেরেল, আমেরিকা ফেরেরা, এমারেল্ড ফেনেল প্রমুখ।

‘প্রহেলিকা’র পোস্টারে শবনম বুবলী ও মাহফুজ আহমেদ (ছবি: রঙ্গন মিউজিক)

৬. প্রহেলিকা
স্টার সিনেপ্লেক্সের জুলাই মাসে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়ার সিনেমার তালিকায় ছয় নম্বরে আছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। স্টার সিনেপ্লেক্সে এখন রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’র দুটি শো চলছে।

‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ সিনেমার পোস্টার (ছবি: ডিজনি)

৭. ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি
সাত নম্বরে আছে ‘ইন্ডিয়ানা জোন্স’ ফ্র্যাঞ্চাইজের পঞ্চম ও শেষ পর্ব ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’। ডিজনির পরিবেশনায় এটি মুক্তি পায় গত ৩০ জুন। এর বাজেট ৩০ কোটি ডলার (৩ হাজার ২৪৫ কোটি ৫৫ লাখ টাকা)। জেমস ম্যানগোল্ডের পরিচালনায় এতে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, ফিবি ওয়ালার ব্রিজ, ম্যাডস মিকেলসেন, বয়েড হলব্রুক, এথান ইসিডোর।

‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ সিনেমার পোস্টার (ছবি: সনি পিকচার্স)

৮. স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স
অ্যানিমেটেড সিনেমা ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ আছে তালিকার আট নম্বরে। সনি পিকচার্সের পরিবেশনায় এটি মুক্তি পায় গত ২ জুন। এর বাজেট ১০ কোটি ডলার (১ হাজার ৯০ কোটি ২৮ লাখ টাকা)। সিনেমাটি পরিচালনা করেছেন জোয়াকিম ডস সান্তোস, কেম্প পাওয়ার্স ও জাস্টিন কে. থম্পসন।

‘এলেমেন্টাল’ সিনেমার পোস্টার (ছবি: ডিজনি)

৯. এলেমেন্টাল
নয় নম্বরে আছে পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের অ্যানিমেটেড সিনেমা ‘এলেমেন্টাল’। ডিজনির পরিবেশনায় এটি মুক্তি পায় গত ১৬ জুন। এর বাজেট ২০ কোটি ডলার (২ হাজার ১৬৩ কোটি ৭০ লাখ টাকা)। সিনেমাটি পরিচালনা করেছেন পিটার সোন।

‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’ সিনেমার পোস্টার (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

১০. ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস
‘ট্রান্সফরমার্স’ ফ্রাঞ্চাইজের সপ্তম কিস্তি ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’ আছে ১০ নম্বরে। প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় এটি মুক্তি পায় গত ৯ জুন। এটি হলো ট্র্যাভিস নাইট পরিচালিত ‘বাম্বলবি’র (২০১৮) প্রিক্যুয়েল। এর বাজেট ২০ কোটি ডলার (২ হাজার ১৬৩ কোটি ৭০ লাখ টাকা)। স্টিভেন ক্যাপল জুনিয়রের পরিচালনায় এতে অভিনয় করেছেন অ্যান্থনি রামোস, ডমিনিক ফিশব্যাক, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো, পিটার ডিঙ্কলেজ, পিটার কুলেন ও রন পার্লমান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ