গান বাজনা
পৌষের তিন সন্ধ্যায় গানের আসর

রাজরূপা চৌধুরী (ছবি: বেঙ্গল শিল্পালয়)
পৌষের তিন সন্ধ্যায় গানের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ঢাকার ধানমণ্ডিতে বেঙ্গল শিল্পালয়ে থাকছে শুদ্ধসংগীতের এসব আসর।
আজ (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রথম আয়োজনের শিরোনাম ‘সুনাদ’। এতে রয়েছে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের শাস্ত্রীয়সংগীত। তাদের মধ্যে ধ্রুপদ পরিবেশন করবেন টিংকু শীল, স্মরণিকা সাহা, অব্যয় ঋদ্ধি ও দিব্যময় দেশ। খেয়াল পরিবেশন করবেন কানিজ হুসনা আহম্মাদী। দলীয় পরিবেশনায় অংশ নেবেন অভিজিৎ কুন্ডু, ইলহাম ফুলঝুরি খান, ইসরা ফুলঝুরি খান, মোহাম্মদ কাওসার, সোহিনী মজুমদার, শৌণক দেবনাথ ঋক, নিলয় হালদার, ফাহমিদা নাজনীন ও নূসরাত ই জাহান খুশবু।

রাজরূপা চৌধুরী (ছবি: বেঙ্গল শিল্পালয়)
আগামীকাল (২৩ ডিসেম্বর) ও পরশু (২৪ ডিসেম্বর) দ্বিতীয় ও তৃতীয় আসরের শিরোনাম ‘প্রাণের খেলা’। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপভোগ করা যাবে রাজরূপা চৌধুরীর একক সরোদ বাদন। তাকে তবলায় সহযোগিতা করবেন সবুজ আহমেদ।

বুলবুল ইসলাম (ছবি: বেঙ্গল শিল্পালয়)
রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলা নাগরিক গান গেয়ে শোনাবেন শারমিন সাথী ইসলাম ও বুলবুল ইসলাম। তাদের পরিবেশনার মধ্য দিয়ে আয়োজন শেষ হবে।

শারমিন সাথী ইসলাম (ছবি: বেঙ্গল শিল্পালয়)
বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক রেজওয়ানুল কামাল চৌধুরী জানান, অনুষ্ঠান তিনটি সবার জন্য উন্মুক্ত।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস