Connect with us

ছবি ও কথা

প্যারিসে জাদুঘরের সামনে বাংলাদেশের এই সুন্দরী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘুরছেন মডেল-অভিনয়শিল্পী শিরিনা আক্তার শীলা। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ প্রতিযোগিতার এই বিজয়ী লুভর জাদুঘরের সামনে ছবি তুলেছেন। ভক্তদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।

লুভর জাদুঘরের সামনে তোলা চারটি ছবি শেয়ার করে শিরিন আক্তার শীলা লিখেছেন, ‘প্যারিস, আই লুভর ইউ।’ ইংরেজি লাভ শব্দটির কাছাকাছি লুভর হওয়ায় তিনি এই বুদ্ধি খাটিয়েছেন!

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তিপ্রাপ্ত নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’ ওয়েব সিরিজের প্রথম পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শিরিন আক্তার শীলা।

২০১৯ সালে শিরিন আক্তার শীলার মাথায় মুকুট পরিয়ে দেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তার গ্রামের বাড়ি। দক্ষিণ কোরিয়ায় ৬৮তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই সুন্দরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন।

কোক স্টুডিও বাংলায় মেঘদল ব্যান্ড এবং জহুরা বাউলের কণ্ঠে ফোক ফিউশন ধাঁচের গান ‘বনবিবি’র ভিডিওতে নাম ভূমিকায় পারফর্ম করেছেন শিরিন আক্তার শীলা।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ