টেলিভিশন
প্রত্ননগরী মুন্সীগঞ্জে ‘ইত্যাদি’
পদ্মা-মেঘনা-ধলেশ্বরী-ইছামতি নদীবিধৌত মুন্সীগঞ্জে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং হয়েছে। ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন-নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে পুকুরের মাঝখানে দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ সাজানো হয়।
গত ১৪ জুলাই হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র শুটিং উপলক্ষে মুন্সীগঞ্জে ছিলো উৎসবের আমেজ। কেল্লার সামনের পুরো চত্বর এবং পুকুরের চারপাশ ছিলো দর্শকপূর্ণ। কেল্লার সামনের রাস্তা এবং চারদিকের বাড়িঘরের ছাদে ছিলো অনেকের ভিড়।
এবারের অনুষ্ঠানে সংগীতশিল্পী তাহসান একটি নতুন গান গেয়েছেন। তিনি মুন্সীগঞ্জের ছেলে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। মুন্সীগঞ্জ জেলা নিয়ে পুলক ও তানজিনা রুমার গাওয়া একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পী নেচেছেন। এটি সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদি। পদ্মাপাড়ে ধারণকৃত গানটির নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। গান দুটির কথা লিখেছেন কবির বকুল। এছাড়া লোকগানের সম্রাট আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত শিশু, জাহিদ, বাদশা ও শাহজাহান। সংগীতায়োজনে আকাশ মাহমুদ।
মুন্সীগঞ্জকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে চার জন দর্শক নির্বাচন করা হয়। দর্শক পর্বে অংশ নিয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও বালাম। তাদের বাড়িও মুন্সীগঞ্জে। নির্বাচিত দর্শক এবং শিল্পীদ্বয় গেয়েছেন ফেরদৌস ওয়াহিদের একটি জনপ্রিয় গানসহ তাঁর প্রয়াত চার বন্ধু আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর এবং পিলু মমতাজের একটি করে জনপ্রিয় গানের অংশবিশেষ।
১৫-২০ বছর আগে ‘ইত্যাদি’র দর্শক পর্বে উপহার হিসেবে দেওয়া গাছগুলোর বর্তমান অবস্থা দেখা যাবে এবারের পর্বে। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধিতে একটি ছোট্ট নাটিকায় অভিনয় করেছেন মীর সাব্বির, শাহেদ আলী ও শামীম আহমেদ।
এবারের পর্বে রয়েছে মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্ন-নিদর্শন এবং কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়া থাকছে মুন্সীগঞ্জের ঐতিহ্যে পরিণত হওয়া টিনের ঘর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন, বরগুনা জেলার তালতলী উপজেলার একটি গ্রামের মৎস্যজীবী চার বোনের জীবনচিত্র এবং আমেরিকার শিকাগো শহরের ওপর একটি প্রতিবেদন।
মুন্সীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাদু প্রদর্শন করেছেন ‘ব্রাউন ম্যাজিক’ নামে পরিচিত কানাডা প্রবাসী শিক্ষক ও জাদুশিল্পী ফারহানুল ইসলাম। তিনি দীর্ঘদিন বিদেশি টিভি চ্যানেলে জাদু প্রদর্শন করলেও দেশের টেলিভিশন পর্দায় এবারই প্রথম তার জাদু দেখা যাবে।
মুন্সীগঞ্জের মঞ্চে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে সরস নাট্যাংশের মাধ্যমে সামাজিক বক্তব্য তুলে ধরা হয়েছে। এগুলোর বিষয়বস্তু হলো– টেলিভিশনে ‘বিকৃত উচ্চারণ’ এবং ‘ভাষা ব্যঙ্গ’, ভিউ দিয়ে শিল্পীর মান বিচার, সততার শিক্ষা, অনলাইন যেখানে অফলাইন, তৈল বনাম ভাগ্যগুণ, কৃষকের কথা এবং অপ্রিয় সত্য। এগুলোর অভিনয়শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য– মুকিত জাকারিয়া, সুজাত শিমুল, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া আবু হেনা রনি, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল, আমিন আজাদ, কামাল বায়েজিদ, শবনম পারভীন, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, মাসুম বাশার, মিলি বাশার, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, বিনয় ভদ্র, তারিক স্বপনসহ অনেকে। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।
‘ইত্যাদি’র নতুন পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আগামী ২৮ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস