ওটিটি
প্রথমবার ওয়েব সিরিজে সুমাইয়া শিমু
ওটিটিতে নাম লেখালেন অভিনেত্রী সুমাইয়া শিমু। চরকির ওয়েব সিরিজ ‘২ষ’র শেষ পর্ব ‘বেসুরা’য় দেখা যাবে তাকে। এতে অভিনয়ের মাধ্যমে ওটিটিতে অভিষেক হলো তার। আরেক চমক হলো, ‘বেসুরা’র মাধ্যমে প্রথমবার অভিনয় করেছেন সংগীতশিল্পী ইসমাইল উদ্দিন পালাকার।
ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। বড় পরিসরে, ভালো মানের কাজ দেখি প্রায়ই। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমনই। এর গল্পে ভিন্নতা আছে। নুহাশ হুমায়ূন দারুণ একজন পরিচালক আর চরকি ভালো একটি প্ল্যাটফর্ম। সবকিছু মিলিয়ে আশা ছিলো এটি দর্শকদের ভালো লাগার মতোই হবে।”
সুমাইয়া শিমু জানান, তার চরিত্রের পোশাক ও সাজ-সজ্জা অর্থবহ ছিলো। শুটিংয়ের পেশাদারিত্ব ভালো লেগেছে তার। তিনি বলেন, ‘এখানে যেভাবে কাজ হয়, সেটা খুব পেশাদার। প্রতিটি বিভাগ আলাদা, তাই আমি নিজের কাজে ফোকাস করতে পেরেছি। পুরো আয়োজন অনেক সুন্দর ছিলো। আমি কাজটি উপভোগ করেছি।’
গতকাল (৬ জানুয়ারি) বিকেলে চরকি প্রকাশ্যে এনেছে ‘বেসুরা’র ট্রেলার। এতে দেখা গেছে সুমাইয়া শিমু ও ইসমাইল উদ্দিন পালাকারকে। ট্রেলারে ‘বেসুরা’র ঘটনা বর্ণনায় বলা হয়েছে, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; তাও যদি ছোট মেয়ের গলায় সুর না আসে তাহলে তাকে বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে। এমন সময় ছোট মেয়ের কণ্ঠে উচ্চারিত হয় ডাইনির কথা। ট্রেলারের শেষে দেখানো হয়েছে ডাইনির একঝলক।
ট্রেলার শুরু হয়েছে সবুজের নৈসর্গ আর বেসুরে গাওয়া ‘সারেগামাপা’র মাধ্যমে। একটি ছোট মেয়ে, যার গলায় সুর নেই। যা জানতে পেরে ছোট মেয়েটিকে সাজা দেওয়ার পরিকল্পনা করেন এলাকার বড় সংগীত সাধক। এরপরেই শোনা যায় ডাইনির কথা। ট্রেলারের শেষে ডাইনিকে বাঁধা অবস্থায় দেখা গেছে। বেসুরার সঙ্গে ডাইনির সম্পর্ক জানা যাবে শেষ পর্বে।
আগামী ৮ জানুয়ারি রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘বেসুরা’। ডাইনির গল্পের মাধ্যমে শেষ হতে যাচ্ছে ‘২ষ’ সিরিজ।
‘২ষ’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য। ‘বেসুরা’ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। তার জন্যই অভিনয়ে রাজি হয়েছেন ইসমাইল উদ্দিন পালাকার। প্রথমবার অভিনয় করা প্রসঙ্গে এই লোকজ শিল্পী বলেন, ’আমাকে ফোন করে বলা হলো অভিনয় করতে হবে। একটু চিন্তায় পড়লাম। ক্যামেরার সামনে বহুবার দাঁড়িয়েছি, কিন্তু অভিনয় করিনি। পরে যখন বললো প্রীতম (প্রীতম হাসান) ভাই আছেন, তখন একরকম ভরসা পেয়ে অভিনয় করার আশ্বাস দিলাম। এরপর নির্মাতার সঙ্গে কয়েকবার কথা বলে রাজি হয়েছি।’
ইসমাইল উদ্দিন পালাকার আরো বলেন, ‘প্রথমবার অভিনয় করতে ভালোই লেগেছে। কখনও ভাবিও নাই অভিনয় করবো। তবে এই কাজ করতে টেনশন হয় নাই। আমি তো অনেক মানুষের সঙ্গেই কাজ করি। অভিনয়ের সময়ও অনেক মানুষের সঙ্গে কাজ করতে হয়। তাছাড়া গান আর সংলাপ তো আমার মতোই। তাই কোনো অসুবিধা হয় নাই।’
‘পেট কাটা ষ’র দ্বিতীয় মৌসুম হিসেবে তৈরি হয়েছে ‘২ষ’। নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান এটি রচনা করেছেন। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন নুহাশ। তিনি জানান, সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’য়। নুহাশ বলেন, ‘এটিকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এবারের পর্বে যেহেতু সুর-বেসুরের ব্যাপার রয়েছে তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে।’
নুহাশ যোগ করেছেন, “এবারের সিরিজে আমাদের চেষ্টা ছিল হরর বিষয়টি কীভাবে ভিন্ন করা যায়। সেই চেষ্টা থেকে ‘বেসুরা’র পরিকল্পনা। এখানে আমরা অনেক কিছু নিয়ে নিরীক্ষা করেছি। সবকিছু বলতে পারছি না এখনই। শেষ পর্ব দেখলে দর্শকরা সেগুলো বুঝবেন। পোশাক, সাজ-সজ্জা, কাস্টিং, আর্ট, মিউজিকে নতুন কিছু পাবেন।”
‘বেসুরা’ পর্বে থাকছে বিশেষ চমক, যা একেবারে শেষে দেখবেন দর্শকরা। এতে আরো অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস