টেলিভিশন
প্রথমবার ছোট পর্দায় ‘হাওয়া’, ঈদে দেখা যাবে তিন দিন

‘হাওয়া’র দৃশ্যে চঞ্চল চৌধুরী (ছবি: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড)
ছোট পর্দায় প্রথমবারের মতো আসছে বহুল আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘হাওয়া’। এবারের রোজার ঈদে এটি দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে। দর্শকদের জন্য ঈদুল ফিতরের বিশেষ উপহার হিসেবে তিন দিন ‘হাওয়া’ প্রচার করবে বেসরকারি চ্যানেলটি। ঈদের দিন, ঈদের তৃতীয় দিন এবং ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে এই সিনেমা।
২০২২ সালের ২৯ জুলাই মুক্তির পর অভাবনীয় সাফল্য পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। পাশাপাশি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। দেশের বাইরেও দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। এর নির্মাণ, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সাউন্ড ডিজাইন, সংগীত, খুলনার আঞ্চলিক ভাষার সংলাপ, অভিনয়, রঙসহ সবই উপভোগ করেছেন দেশ-বিদেশের দর্শকরা।

‘হাওয়া’র দৃশ্যে নাজিফা তুষি (ছবি: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড)
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’র গল্প সাজানো হয়েছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া আট জেলে এবং রহস্যময় বেদেনী গুলতিকে কেন্দ্র করে। মেয়েটির আগমনে জেলেদের মধ্যে সন্দেহ, দ্বন্দ্ব ও ভয় বাড়ে। মাছ ধরার বড় নৌকা ‘নয়নতারা’র সরদার চাঁন মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। জেলে ইব্রাহীম চরিত্রে আছেন শরিফুল রাজ। গুলতি রূপে রয়েছেন নাজিফা তুষি। এছাড়াও অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান (নাগু), সুমন আনোয়ার (ইজা), সোহেল মণ্ডল (উরকেস), রিজভি রিজু (পারকেস), বাবলু বোস (ফনি) ও মাহমুদ আলম (মোরা)।

‘হাওয়া’ সিনেমার পোস্টার (ছবি: ফেসকার্ড প্রোডাকশন)
সিনেমাটির গান ‘সাদা সাদা কালা কালা’ আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে। হাশিম মাহমুদের কথা ও সুরে এতে কণ্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু। এতে আরো আছে বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি। সংগীতায়োজনে ইমন চৌধুরী। এছাড়া সিনেমাটিকে কেন্দ্র করে মেঘদল ব্যান্ড দীর্ঘ বিরতির পর নতুন গান ‘এ হাওয়া’ নিয়ে হাজির হয়। পরিচালক মেজবাউর রহমান সুমন মেঘদল ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য।

‘হাওয়া’ সিনেমায় নাজিফা তুষি (ছবি: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড)
পরিচালনার পাশাপাশি ‘হাওয়া’র কাহিনী ও সংলাপ লিখেছেন মেজবাউর রহমান সুমন। তার সঙ্গে মিলে চিত্রনাট্য সাজিয়েছেন সুকর্ন সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। চিত্রগ্রহণে কামরুল হাসান খসরু। গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আবহ সংগীতে রাশিদ শরীফ শোয়েব।

‘হাওয়া’ সিনেমায় চঞ্চল চৌধুরী (ছবি: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড)
৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। এছাড়া সেরা শব্দগ্রাহকের পুরস্কার জিতেছেন রিপন নাথ। ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ পাঁচটি পুরস্কার অর্জন করে ‘হাওয়া’। ৯৫তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখায় বাংলাদেশ থেকে মনোনীত হয় এটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস