Connect with us

নাটক

প্রথম দিনের শুটিংয়ের মতো লাগছে: তাসনিয়া ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা)

দুই মাস পর নাটকের শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এর নাম ‘মিস্টার কুল’। এতে তার বিপরীতে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে। মেহেদি হাসান জনির পরিচালনায় মঙ্গলবার (২১ জুন) নাটকটির শুটিং শুরু হয়েছে।

তাসনিয়া ফারিণ সিনেমাওয়ালা নিউজকে বলেন, ‘‘সবশেষ গত ২৫ এপ্রিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনে মনে’ নাটকের শুটিং করেছিলাম। এরপর দুই মাস নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। আজ প্রথম দিনের শুটিংয়ের মতো অনুভূতি হচ্ছে।’’

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

নাটকের কাজে ফেরার আগে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য ‘কারাগার’ নামের একটি সিরিজের শুটিং করেছেন তাসনিয়া ফারিণ। এর আগে ভারতীয় আরেক ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এর মাধ্যমে তার জন্য ওপার বাংলার সিনেমার দুয়ার খুলে গেছে।

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে দেখে তাসনিয়া ফারিণকে নিজের ১০ নম্বর সিনেমা ‘আরো এক পৃথিবী’র জন্য নির্বাচন করেন কলকাতার পরিচালক অতনু ঘোষ। এসকে মুভিজের প্রযোজনায় গত ২০ মে থেকে লন্ডনে এর শুটিং করেছেন তিনি। এটাই তার ক্যারিয়ারের প্রথম সিনেমা।

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

‘আরো এক পৃথিবী’র গল্প চারটি চরিত্রকে ঘিরে। এরমধ্যে প্রতীক্ষার ভূমিকায় থাকছেন তাসনিয়া ফারিণ। অন্য তিনটি চরিত্র হলো শ্রীকান্ত, অরিত্র ও আয়েষা। শ্রীকান্তের ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিত্র চরিত্রে সাহেব ভট্টাচার্য এবং আয়েষা হিসেবে আছেন অনিন্দিতা বসু। চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি।

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

টানা ১৬ দিনের শুটিং শেষে ৬ জুন ঢাকায় ফেরেন তাসনিয়া ফারিণ। লন্ডন থেকে ফিরে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কার হাতে পেয়েছেন তাসনিয়া ফারিণ। সমালোচকদের দৃষ্টিতে সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। ‘তিথির অসুখ’ তাকে এনে দিয়েছে এই সম্মান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ