Connect with us

টালিউড

প্রথম সিনেমার পোস্টার দেখালেন তাসনিয়া ফারিণ, মুক্তি ২ ডিসেম্বর

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ

‘আরো এক পৃথিবী’ সিনেমার পোস্টার (ছবি: এসকে মুভিজ)

বড় পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। নিজের প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’র পোস্টার ও মুক্তির তারিখ গতকাল (২ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। আগামী ২ ডিসেম্বর ওপার বাংলার সিনেমা হলে আসবে এটি।

‘আরো এক পৃথিবী’ পরিচালনা করেছেন অতনু ঘোষ। এটি তার ১০ নম্বর সিনেমা। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে সিনেমার বিষয়বস্তু নিয়ে লিখেছেন, ‘লন্ডনের মাটিতে পৃথিবীর নানান প্রান্তের মানুষ; খোদ ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান, আরবি, কোরিয়ান, চাইনিজ, রাশিয়ান আর চারজন ভারতীয়, বাঙালি! তারা চেনা হয়েও অচেনা! তাদের মনের গভীরে এমন কিছু আকাঙ্ক্ষা আর গোপনীয়তা রয়েছে, যার নাগাল পাওয়া ভার!’

তাসনিয়া ফারিণ

‘আরো এক পৃথিবী’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও কৌশিক গাঙ্গুলি (ছবি: এসকে মুভিজ)

ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণকে দেখে ‘আরো এক পৃথিবী’র জন্য নির্বাচন করেন অতনু ঘোষ। এসকে মুভিজের প্রযোজনায় গত ২০ মে থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সিনেমাটির শুটিং হয়েছে লন্ডনে। এতে তাকে দেখা যাবে প্রতীক্ষা চরিত্রে। তার ১১ বছর বয়স থেকে মাথার ওপর বিশ্বস্ত কোনো ছাদ নেই। সেই ছাদের খোঁজে এক সম্পর্কের জেরে মেয়েটি লন্ডন পাড়ি দেয়। কিন্তু সেখানে পৌঁছেও তার মুশকিল আসান হয় না।

তাসনিয়া ফারিণ

‘আরো এক পৃথিবী’র দৃশ্যে অনিন্দিতা বসু ও তাসনিয়া ফারিণ (ছবি: এসকে মুভিজ)

ট্যামসেন কোর্টনের লেখা ‘ফোর ফিট আন্ডার’ নামের একটি বই পড়ে ‘আরো এক পৃথিবী’র গল্পের সূত্র পান অতনু ঘোষ। সিনেমাটির গল্প চারটি চরিত্রকে ঘিরে, যাদের মাথার ওপর ছাদ নেই। অর্থাৎ স্বস্তি বোধ করা ও শান্তি পাওয়ার মতো নিজস্ব কোনো আশ্রয় নেই। শেষে কীভাবে তারা একসুতায় বাঁধা পড়ে তা নিয়ে কাহিনি।

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

অন্য তিনটি চরিত্রের মধ্যে শ্রীকান্তের ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিত্র চরিত্রে সাহেব ভট্টাচার্য এবং আয়েষা হিসেবে থাকছেন অনিন্দিতা বসু। এছাড়াও অভিনয় করেছেন সৌমিত্র চক্রবর্তী, স্বাতী মুখার্জি, ঐসিকি বোস, অভিজিৎ মুখার্জি। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। গান লিখেছেন অনির্বাণ মুখোপাধ্যায়। গান গেয়েছেন পোর্শিয়া সেন ও সামন্তক সিনহা।

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

কয়েকদিন আগে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছিলেন তাসনিয়া ফারিণ। এর ফাঁকে শহরটির নানান প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি। এরপর তিনি ঘুরতে যান লন্ডনে।

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

এদিকে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই’য়ে আগামী বছর আসবে তাসনিয়া ফারিণের নতুন ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট-২’। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘কারাগার পার্ট-১’ সিরিজেও ছিলেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ