টালিউড
প্রথম সিনেমা প্রথম সন্তানের মতো: তাসনিয়া ফারিণ
বড় পর্দায় দর্শকদের সামনে আসছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’। এর প্রচারণা করতে তিনি এখন কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন। ওপার বাংলায় যাওয়ার আগে সিনেমাওয়ালা নিউজের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন জনপ্রিয় এই তারকা।
সিনেমাওয়ালা নিউজ: ‘আরো এক পৃথিবী’র প্রতীক্ষা আর তাসনিয়া ফারিণের মিল-অমিল কোথায়?
তাসনিয়া ফারিণ: মিল-অমিল অনেক কিছুতে। প্রতীক্ষা আমার চরিত্রগত বৈশিষ্ট্যে অনেক মিল আছে। আমরা দু’জনই অনেক অন্তর্মুখী ধরনের। আমরা মনের ভাবনা মনে রাখি, খুব বেশি প্রকাশ করতে পারি না। যেকোনো সমস্যায় পড়লে নিজেরাই সমাধানের চেষ্টা করি।
আর অমিল অনেক আছে। যেমন আমাদের বেড়ে ওঠার সবকিছুই আলাদা। প্রতীক্ষার সংগ্রামগুলোর সঙ্গে আমার কোনো মিল নেই। কিন্তু আমি বলবো যে, কোনো না কোনো জায়গায় গিয়ে আবার এক হয়ে যায়। আমি আর প্রতীক্ষা দুইজন ট্রেনের সমান্তরাল লাইনের মতো। বিষয়টা এমন– পাশাপাশি হাঁটছি, কিন্তু কখনও দুইজনের দেখা হবে না।
সিনেমাওয়ালা নিউজ: প্রতীক্ষা চরিত্রটির জন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়েছে?
ফারিণ: অবশ্যই। কারণ এটি আমার প্রথম সিনেমা। এজন্য অনেকদিন ধরে আমার একটা মানসিক প্রস্তুতি ছিলো। ভাষাগত দিক থেকে একটা প্রস্তুতি ছিলো। যেহেতু বাংলাদেশের বাইরে আমার প্রথম কাজ এটি। কলকাতার বাচনভঙ্গির একটা ব্যাপার ছিলো।
তারপর সেখানকার মানুষদের যে বেড়ে ওঠা সেদিকে খেয়াল রাখতে হয়েছে। কারণ প্রতীক্ষা কলকাতার মেয়ে। এটি বাংলাদেশের চরিত্র নয়। ফলে কলকাতার সংস্কৃতি ও সেখানকার মানুষের সঙ্গে আমাকে অনেক বেশি পরিচিত হতে হয়েছে। কলকাতা আর আমাদের সংস্কৃতি অনেকটাই কাছাকাছি, তবুও আমার মনে হয়েছে– কিছু কিছু জায়গায় তো একটু ভিন্নতা থাকে। সেগুলো বোঝা, লন্ডনে শুটিং করতে যাওয়া এবং প্রতীক্ষা যে একটা মানসিক পরিভ্রমণের ভেতর দিয়ে গেছে, সেটাকে নিজের মধ্যে ধারণ করা। সব মিলিয়ে একটা মানসিক প্রস্তুতির সঙ্গে কিছু শারীরিক কাজও ছিলো।
সিনেমাওয়ালা নিউজ: ‘আরো এক পৃথিবী’র শুটিং হয়েছে লন্ডনের বিভিন্ন রাস্তায়, কফির দোকানে, নির্জন সেতুর নিচে। এরমধ্যে আলাদাভাবে মনে পড়ছে কোন ঘটনাটি?
ফারিণ: ‘আরো এক পৃথিবী’র গল্প কিছু মানুষের, যারা যেকোনো মুহূর্তে ঘরছাড়া হয়ে যেতে পারে। আমরা একটা সময় ক্যামডেনে শুটিং করছিলাম। যখন আমরা ফিরবো তখন ক্যামডেন স্টেশনে একটি লোক জ্বরে থরথর করে কাঁপছিলেন। তিনি রাস্তায় শুয়ে ছিলেন। কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছিলো না। এমন দৃশ্য আমাকে মনে করিয়ে দেয়, মানুষের জীবন কতোটা অসহায় হতে পারে। তার জীবনের সংকটও সেরকম, যেকোনো মুহূর্তে তিনি ঘরছাড়া মানুষের দলে যোগ দিতে পারেন। আমাদের সিনেমার গল্পের সঙ্গে ঘটনাটি খুব সম্পর্কিত ছিলো।
সিনেমাওয়ালা নিউজ: ‘আরো এক পৃথিবী’র পরিচালক অতনু ঘোষ ও নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করে কী কী শিখেছেন?
ফারিণ: এটি আমার প্রথম সিনেমা, তাই আমার জন্য সব অভিজ্ঞতাই নতুন। প্রথমবার লন্ডনে শুটিং করা, প্রথমবার অতনু দা’র সঙ্গে কাজ করা এবং সহশিল্পী হিসেবে কৌশিক গাঙ্গুলিকে পাওয়া। এজন্য নিজেকে ভাগ্যবতী মনে করি। আসলে কাজ তো কাজই, তবুও বলা যায়– সবাই আমাকে খুব দারুণভাবে বরণ করেছেন। আমার কখনও মনে হয়নি এটি আমার প্রথম সিনেমা এবং তাদের সঙ্গে প্রথমবার কাজ করছি। সবাই খুব সুন্দরভাবে সহযোগিতা করেছেন। অতনু দা ও কৌশিক দা’র কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। সত্যি বলতে এতো বড় মাপের শিল্পীদের সঙ্গে আগে কাজ করা হয়নি। কখনো ভাবিনি এই সুযোগটা এতো তাড়াতাড়ি পাবো। মানুষ হিসেবে আমি অনেক আলোকিত হয়েছি। এছাড়া একজন অভিনয়শিল্পী হিসেবে মনে হয়, সিনেমাটা করার পর আমি অনেক সমৃদ্ধ ও পরিণত হয়েছি।
সিনেমাওয়ালা নিউজ: আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘আরো এক পৃথিবী’। প্রচারণার পরিকল্পনা কী?
ফারিণ: কলকাতায় হয়তো অনেকের সঙ্গে কথাবার্তা ও চিন্তাভাবনার আদান-প্রদান হবে। সিনেমা হল ঘুরে দেখা থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে যাওয়াসহ অনেক পরিকল্পনা করা হয়েছে। আমি সেগুলোতে অংশ নেবো।
সিনেমাওয়ালা নিউজ: ‘আরো এক পৃথিবী’ নিয়ে আপনার প্রত্যাশা কী?
ফারিণ: সবার যেমন ভালো প্রত্যাশা থাকে! প্রথম সিনেমা প্রথম সন্তানের মতো। তাই আমি চাই, আমার সন্তান যেন ভালোভাবে ভূমিষ্ট হতে পারে। সবাই যেন তাকে সাদরে গ্রহণ করে, এটাই আমার প্রার্থনা থাকবে। একজন মানুষও যদি এই সিনেমার মাধ্যমে প্রভাবিত হয় তাহলে আমার নিজেকে সার্থক মনে হবে।
সিনেমাওয়ালা নিউজ: ‘আরো এক পৃথিবী’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তির সুযোগ আপাতত নেই। সেক্ষেত্রে বাংলাদেশের সিনেমায় কবে দর্শকরা আপনাকে দেখতে পারে?
ফারিণ: আমি বাংলাদেশি সিনেমায় কাজ করতে মুখিয়ে আছি। মনে হয়, বাংলাদেশে প্রথমে আমার দর্শক সংখ্যা বাড়ানোর সুযোগ হয়েছে। এখানে নাটক, বিজ্ঞাপনচিত্রসহ অনেক কাজ করেছি। কিন্তু সিনেমা এখনো করা হয়নি। কোনো না কোনো কারণে ব্যাটে-বলে মিলছে না। কিন্তু আমি চাই, এ বছর যেন একটা ভালো সিনেমায় কাজ করতে পারি। সুযোগটা যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমার চেয়ে খুশি কেউ হবে না।
সিনেমাওয়ালা নিউজ: এবারের ভালোবাসা দিবসে আপনার নতুন কাজ পাওয়া যাবে?
ফারিণ: ভ্যালেন্টাইন’স ডে’র জন্য খুব বেশি কাজ করা হয়নি। দুই-তিনটি কাজ করেছি। সব ঠিকঠাক থাকলে হয়তো এগুলোতে আমাকে দেখা যেতে পারে।
সিনেমাওয়ালা নিউজ: ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন কী করেছেন?
ফারিণ: ওটিটির জন্য একটি কাজ শেষ করেছি। সেটি শিগগিরই প্রচারে আসবে। আর কয়েকটি ওয়েব সিরিজে কাজের কথা চলছে। সেগুলোর মধ্যে হয়তো এ বছর দুই-তিনটি কাজ করা হবে আমার।
সিনেমাওয়ালা নিউজ: দর্শকদের উদ্দেশে কিছু বলুন।
ফারিণ: যারা আমার কলকাতার ভক্ত আছেন, তারা আশা করি ‘আরো এক পৃথিবী’ সিনেমাটি দেখবেন। অন্যান্য দেশেও এটি মুক্তি দেওয়ার কথা চলছে। বাংলাদেশের দর্শকরা আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস