নাটক
প্রধানমন্ত্রী শেখ হাসিনায় অনুপ্রাণিত চেয়ারম্যানের চরিত্রে ভাবনা

‘আবার আসিব ফিরে’ নাটকে আশনা হাবিব ভাবনা (ছবি: বিটিভি)
জাতীয় শোক দিবসের একটি নাটকে অভিনয় করলেন আশনা হাবিব ভাবনা। এর নাম রাখা হয়েছে ‘আবার আসিব ফিরে’। এতে তার চরিত্রের নাম নয়নতারা চেয়ারম্যান। তাকে দেখা যাবে দুটি ভিন্ন বয়সে। এরমধ্যে একটি গেটআপ স্বাভাবিকভাবেই কিছুটা বৃদ্ধার।
ভাবনা বলেন, ‘এই চরিত্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনায় অনুপ্রাণিত। নয়নতারা চেয়ারম্যান চরিত্রে যখন অভিনয় করছিলাম, তখন সারাক্ষণ আমার মাথায় ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। পুরো কাজটি অনেক উপভোগ করেছি।’

‘আবার আসিব ফিরে’ নাটকে আশনা হাবিব ভাবনা (ছবি: বিটিভি)
ভাবনা যোগ করেন, ‘অভিনয়ের জন্য আমাদের কতো কিছুই না করতে হয়! আমার অভিনয় জীবন উপভোগ করার প্রথম কারণ হলো, আমি যে কেউ হয়ে যেতে পারি। এই যে কিছু মুহূর্তের জন্য অন্য একজন মানুষ হয়ে যাওয়া, এটি একটি অসাধারণ অনুভূতি।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটে যাওয়া বঙ্গবন্ধুর পরিবারের মর্মস্পর্শী ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘আবার আসিব ফিরে’। এতে আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, ফারুক আহমেদ, তৌফিকুল ইসলাম ইমনসহ অনেকে।

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
‘আবার আসিব ফিরে’ রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। আগামী ১৫ আগস্ট রাত ৯টায় বিটিভিতে দেখানো হবে নাটকটি।
এদিকে ভাবনার হাতে এখন আছে দুটি সিনেমা। এগুলো হলো শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস