Connect with us

ঢালিউড

প্রসাধনী ব্যবসা শুরু করলেন শাকিব খান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব খান (ছবি: ফেসবুক)

অভিনয় ও সিনেমা প্রযোজনার পর এবার করপোরেট ব্যবসায় নাম লেখালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রিমার্ক এইচবি নামের একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। এর মূল উদ্যোক্তা ওয়ালটন।

আজ (২০ জানুয়ারি) সকালে হোটেল ওয়েস্টিনে নতুন প্রতিষ্ঠানের ঘোষণা দেন শাকিব। রিমার্ক এইচবি বিশ্বমানের প্রসাধনী, টয়লেট্রিজ, সুগন্ধিসহ বিভিন্ন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। দেশের বিভিন্ন স্থানে খুচরা বিক্রয় চেইন হারল্যানের শো-রুমে পাওয়া যাবে এগুলো। দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপে এগুলো রফতানির লক্ষ্যে কাজ করছেন শাকিব ও সংশ্লিষ্টরা।

শাকিব খান (ছবি: ফেসবুক)

শাকিবের প্রত্যাশা, ওয়ালটনের মতোই রিমার্ক এইচবি এবং হারল্যানের মাধ্যমে কয়েক বছরের মধ্যে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে হারল্যানের শো-রুম সংখ্যা দাঁড়াবে হাজার। তার বিশ্বাস, ‘একদিন সারাবিশ্বে ছড়িয়ে পড়বে হারল্যানের সেবার পরিধি।’

২০২১ সালে টানা কয়েক মাস যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব খান। ব্যবসা শুরুর কথা তখনই ভেবেছিলেন তিনি। আমেরিকায় এক বন্ধু আলাপের সময় তাকে প্রসাধনী ব্যবসা করার পরামর্শ দেন। এর আগে প্রযোজনা ও পরিবেশনার মাধ্যমে সিনেমাকেন্দ্রিক ব্যবসা করেছেন।

সংবাদ সম্মেলনে শাকিব খান (ছবি: ফেসবুক)

রিমার্ক অ্যান্ড হারল্যানের চেয়ারম্যান হিসেবে আছেন এস এম আশরাফুল আলম। এছাড়া ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক সরকার এবং পরিচালক শাহরিয়ার আলম শুভ, ফারিহা আলম প্রভা, আলিসা নাওয়ার ও আবুল বাশার হাওলাদার। অনুষ্ঠানে শাকিবের সঙ্গে ছিলেন তারা।

‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান (ছবি: অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট)

এদিকে নতুন বছরে শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পেতে পারে। এগুলো হলো হিমেল আশরাফের ‘রাজকুমার’ (কোর্টনি কফি), রায়হান রাফীর ‘তুফান’ এবং অনন্য মামুনের ‘দরদ’ (সোনাল চৌহান)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ