ঢালিউড
‘প্রহেলিকা’ দেখে মাহফুজকে শাবনূর বললেন, ‘মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে ছিলাম’
চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়া প্রবাসী। সেখানে বসেই অভিনেতা মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ দেখেছেন তিনি। গতকাল (১৩ আগস্ট) সিডনির একটি মাল্টিপ্লেক্সে তাদের দেখা গেছে। দুই তারকাকে অনেকদিন পর একফ্রেমে পেয়ে আনন্দিত ভক্তরা।
সিনেমা দেখে বেরিয়ে মাহফুজকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শাবনূর। তিনি জানিয়েছেন, ‘প্রহেলিকা’ দেখার অভিজ্ঞতা এককথায় দারুণ। তার চোখে, ‘ভিন্ন ধাঁচের সিনেমা এটি। খুব ভালো লেগেছে।’
নিজের একসময়ের নায়ককে বড় পর্দায় নতুন আবহে দেখে মুগ্ধ শাবনূর। মনা চরিত্রে মাহফুজের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি, ‘আমাদের মাহফুজ তো এতোদিন পর এসে মাতিয়ে দিলো।’ এরপর মাহফুজের দিকে তাকিয়ে শাবনূর বলেন, ‘তোমার গেটআপ দারুণ ছিলো। মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে ছিলাম। এছাড়া প্রত্যেক অভিনয়শিল্পী ভালো কাজ করেছেন। আর তোমার অভিনয় তো অসাধারণ বলতে হয় না। অভিনন্দন, খুব ভালো লাগলো মাহফুজ। সবসময় এমন অনেক সিনেমা আমাদের উপহার দাও।’
দর্শকদের প্রতি শাবনূরের আহ্বান, ‘আপনারা সিনেমাহলে আসবেন, এখন বেশ ভালো সিনেমা হচ্ছে। এগুলোর সঙ্গে আপনারা থাকবেন।’
মাহফুজের সামনে শাবনূর উল্লেখ করেন, ‘তোমার সিনেমা দেখতে এসে ভীষণ ভিড় দেখে ভালো লেগেছে। অস্ট্রেলিয়ার গণমান্য অনেককে সিনেমাহলে দেখেছি। যারা এখানে (অস্ট্রেলিয়া) জন্মেছে, যারা কখনোই সিনেমাহলে আসে না, তাদের পর্যন্ত তুমি সিনেমাহলে নিয়ে আসতে পেরেছো এতো বছর পর এসে। এটা একটা বিশাল ব্যাপার এবং আমাদের দেশের সিনেমার জন্য সুখবর।’
ছেলে আইজ্যানকে নিয়ে ‘প্রহেলিকা’ দেখেছেন শাবনূর। তাকে কাছে ডেকে এই তারকা বলেন, ‘সত্যি বলছি টিকিট পাচ্ছিলাম না। অনেক কষ্ট আর রীতিমতো যুদ্ধ করে টিকিট কাটতে হয়েছে আমাকে। আমি আর আইজ্যান চেয়ার শেয়ার করেছি। দুই জন এক চেয়ারে বসে অনেক কষ্ট করে সিনেমাটি দেখেছি।’
নায়িকার কথাগুলো শুনে বিনয়ের সঙ্গে মাহফুজ বলেন, “শাবনূর সিনেমা দেখতে এসেছে, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। বাংলাদেশে অভিনয় জগতে তাকে মানদণ্ড ধরা হয়। এখন যারা কাজ করছেন কিংবা আগামীতে যারা আসবেন তাদের চেষ্টা থাকবে শাবনূরের মতো অভিনয় করা। সেই অভিনেত্রী ছেলেকে কোলে নিয়ে ‘প্রহেলিকা’ দেখেছে, এটা ভীষণ অনুপ্রেরণার ব্যাপার।”
বিমুগ্ধ মাহফুজ জানান, শাবনূরকে আবার অভিনয়ে ফিরতে উদ্বুদ্ধ করছেন তিনি। তবে ফেরা শব্দটা নিয়ে আপত্তি তুললেন শাবনূর, ‘আমি ফেরা শব্দটা পছন্দ করি না। কারণ আমরা ইন্ডাস্ট্রিরই লোক। তুমি যেমন অনেক বছর পর এসেছো। আমরা শিল্পী, যখন-তখন এসে কাজ করতে পারি। আমরা কখনো ফুরিয়ে যাবো না। বুড়ো বয়সেও তো মানুষ অস্কার পায়। আমরা যখন ইচ্ছে কাজ করবো, যখন ইচ্ছে তখন বসে থাকবো। ভালো গল্প পেলে অবশ্যই কাজ করবো। তাই ‘কামব্যাক’ শব্দে বিশ্বাস করি না। আমি এটা মানি না।’
মাহফুজ ও শাবনূর ‘বাঙলা’, ‘কপাল’ এবং ‘চার সতীনের ঘর’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। সেই প্রসঙ্গ টেনে মাহফুজ বলেন, ‘ওর সঙ্গে যখন অভিনয় করতাম, তখনো বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। আর এখন কথা বলছে, তাও তাকিয়ে আছি!
‘প্রহেলিকা’র পরিচালক চয়নিকা চৌধুরীর প্রশংসাও করেছেন শাবনূর। তার মন্তব্য, ‘তার সিনেমা আগেও দেখেছি। এবারও ভালো সিনেমা বানিয়েছেন তিনি। তাকে ধন্যবাদ। তার পরিচালনা ভালো লেগেছে।’
মাহফুজের বিপরীতে ‘প্রহেলিকা’য় অভিনয় করেছেন শবনম বুবলী। তাকে মিস করছেন জানিয়ে শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়ায় সে থাকলে ভালো হতো, নায়ক-নায়িকা দুই জনকে একসঙ্গে পেয়ে যেতাম!’
গত ঈদুল আজহায় মুক্তি পায় ‘প্রহেলিকা’। এতে আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস