Connect with us

ঢালিউড

‘প্রহেলিকা’: বড় পর্দায় মাহফুজের ফেরায় তারকাদের আনন্দ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘প্রহেলিকা’র দৃশ্যে শবনম বুবলী ও মাহফুজ আহমেদ (ছবি: রঙ্গন মিউজিক)

অভিনেতা মাহফুজ আহমেদ আট বছর পর বড় পর্দায় ফিরছেন। আগামী ২৯ জুন ঈদের দিন সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘প্রহেলিকা’। এ উপলক্ষে শুভকামনা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন তার কয়েকজন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এগুলো বেশ আলোচিত হচ্ছে।

মাহফুজের ‘বাঙলা’, ‘কপাল’ এবং ‘চার সতীনের ঘর’ সিনেমার নায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি বলেন, “মাহফুজ ভাই দারুণ মেধাবী ও গুণী একজন মানুষ। তিনি যেকোনো কাজে নিষ্ঠার সঙ্গে সবটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করেন। তার প্রশংসা করলে শেষ হবে না। ‘মেঘের নৌকা’ গানে বুবলী ও তার অভিব্যক্তি চমৎকার লেগেছে। সিনেমাটির পোস্টার ও সংলাপ মন ছুঁয়ে যাওয়ার মতো। মাহফুজ ভাই অনেকদিন পর সুন্দর একটি সিনেমা উপহার দিতে ফিরেছেন। আমরা নিশ্চয়ই ‘প্রহেলিকা’ দেখতে সিনেমাহলে যাবো।”

মাহফুজের ‘মেঘের পরে মেঘ’ (২০০৪) সিনেমার নায়িকা পূর্ণিমার কথায়, “মাহফুজ আহমেদ ভাইকে অনেকদিন বড় পর্দায় দেখতে পারবো, এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে! তিনি ভীষণ পছন্দের মানুষ এবং বড় মাপের একজন অভিনেতা। তার অভিনীত ‘প্রহেলিকা’ দেখতে যাবো সিনেমাহলে।”

ছোটপর্দায় মাহফুজের অনেক নাটকের সহশিল্পী অপি করিমের ভাষায়, “আমি যে মাহফুজ আহমেদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, তার সঙ্গে ‘প্রহেলিকা’র মাহফুজ আহমেদের মধ্যে আকাশ-পাতাল ফারাক। সত্যি বলতে, এই মাহফুজ আহমেদকে আমি চিনি না! ‘প্রহেলিকা’র গান, টিজার ও পোস্টারে অন্যরকম লেগেছে তাকে। দর্শকদের অনুরোধ করবো, আসুন সিনেমাহলে ‘প্রহেলিকা’ একসঙ্গে দেখি।”

অপি যোগ করেন, “শবনম বুবলী ও নাসিরউদ্দিন খানের একটি গান দেখে ‘প্রহেলিকা’ দেখার আগ্রহ আমার বেড়ে গেছে। বুবলীকে অন্যরকম লেগেছে এতে।”

মাহফুজ আহমেদের পরিচালনায় অনেক কাজ করেছেন চঞ্চল চৌধুরী। তারা একসঙ্গে অভিনয়ও করেছেন। তিনি বলেন, “চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’র সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা। মাহফুজ ভাই আমার কাছের একজন মানুষ, বড় ভাই। তিনি আবার অভিনয়ে ফিরেছেন, এটা আমাদের জন্য খুশির খবর। মাহফুজ ভাই আমার কোনো কাজ দেখলে ফোন করে ভালো লাগার কথা জানান। মাহফুজ ভাইকে বিশেষভাবে অভিনন্দন জানাই। আর বুবলীর জন্য শুভকামনা। ‘প্রহেলিকা’র জয় হোক, বাংলা সিনেমার জয় হোক।”

‘প্রহেলিকা’র দৃশ্যে শবনম বুবলী ও মাহফুজ আহমেদ (ছবি: রঙ্গন মিউজিক)

মাহফুজ আহমেদকে ‘ওয়েলকাম ব্যাক’ বলেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার কথায়, “আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা মাহফুজ আহমেদ। তাকে শুভকামনা জানাই। ‘প্রহেলিকা’র ট্রেলার দেখে আমার কাছে অসাধারণ লেগেছে। আমি বিশ্বাস করি, এবারের ঈদের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে সিনেমাটি। অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সিনেমাহলে যাওয়ার। এর অন্যতম কারণ হলো, মাহফুজ ভাইয়ের অনেকদিন পর বড় পর্দায় ফেরা। তার মতো অসাধারণ অভিনেতা কম কাজ করছেন, এটা আমাদের জন্য আক্ষেপের। তিনি নিয়মিত অভিনয় করবেন এবং আমাদের ভালো ভালো কাজ উপহার দেবেন, এই প্রত্যাশা রইলো। দর্শকদের অনুরোধ জানাই, আপনারা সবাই মিলে পরিবার-পরিজন নিয়ে সিনেমাহলে ‘প্রহেলিকা’ দেখবেন। বাংলা সিনেমা বিশ্বজয় করুক।”

‘প্রহেলিকা’র দৃশ্যে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী (ছবি: নকশীকাঁথা)

মাহফুজ আহমেদের সঙ্গে দীর্ঘ কাজের অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী তারিন। ‘প্রহেলিকা’র ‘মেঘের নৌকা’ গান নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

এছাড়া মাহফুজকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমার ছোট ভাই মাহফুজ আহমেদ, আমরা অভিনয়ে সমসাময়িক। সে আবার সিনেমায় ধামাকা নিয়ে আসছে। সবাই সিনেমাহলে এটি দেখবেন।’

‘প্রহেলিকা’র দৃশ্যে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী (ছবি: নকশীকাঁথা)

‘প্রহেলিকা’ নিয়ে এর আগে ভালো লাগার কথা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান, অভিনেত্রী-সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

পান্থ শাহরিয়ারের গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনায় ‘প্রহেলিকা’ সিনেমায় আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, শ্যামল জাকারিয়া, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ