Connect with us

মঞ্চ-শিল্প

প্রাচ্যনাটের ২৯-এ পদার্পণে মাসব্যাপী আয়োজন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘কিনু কাহারের থেটার’ নাটকের দৃশ্য (ছবি: প্রাচ্যনাট)

ঢাকার প্রথম সারির নাট্যদল প্রাচ্যনাট আগামী ২১ ফেব্রুয়ারি ২৯ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে থাকছে মাসব্যাপী আয়োজন। আজ (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’। নাটক প্রদর্শনীর আগে সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্জ্বালন করা হবে। সেই সঙ্গে রয়েছে উদ্বোধনী গান।

আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাট মহড়া কক্ষে মঞ্চায়ন হবে ‘রিড ইন দ্য নেম অব মাই ডেথ’। রাত ৮টায় শুরু হবে গান ও আড্ডা।

আকতারুজ্জামান ইলিয়াস স্মরণোৎসবে বগুড়া শিল্পকলা একাডেমিতে আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘খোয়াবনামা’। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘খোয়াবনামা’র আরেকটি প্রদর্শনী রয়েছে।

একুশে ফেব্রুয়ারি বিকেল ৫টায় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির বহিরাঙ্গনে অর্কেস্ট্রা পারফরম্যান্স ও গান পরিবেশন করবে প্রাচ্যনাট। সন্ধ্যা ৭টায় ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রয়েছে নাট্যদলটির প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’।

‘কিনু কাহারের থেটার’ নাটকের দৃশ্য (ছবি: প্রাচ্যনাট)

২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের বহিরাঙ্গনে রয়েছে উন্মুক্ত আলোচনা। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে কানাডার টরেন্টো থিয়েটার ফোকসের নাটক ‘এক জোড়া জুতা’। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘এক জোড়া জুতা’র আরেকটি প্রদর্শনী দেখা যাবে।

২৯-এ পদার্পণে প্রাচ্যনাটের উদযাপন লোগো (ছবি: প্রাচ্যনাট)

উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলাম জার্নাল জানান, ‘মিলি প্রাণের উৎসবে’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি মাসব্যাপী আয়োজনের সমাপনীতে বাংলাদেশে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল ৩টায় শিশুদের জন্য থাকছে চিলড্রেন থিয়েটার শো, পাপেট শো ও ওয়ার্কশপ। বিকেল ৫টায় প্রাচ্যনাটের বন্ধু সংগঠনগুলোর পথনাটক প্রদর্শনী ও লোকশিল্পীদের পরিবেশনা। সন্ধ্যা ৭টায় বন্ধু গানের দলের পরিবেশনা। এছাড়া চিত্রশালা মিলনায়তনের উন্মুক্ত গ্যালারিতে প্রাচ্যনাটের সকল চিত্রশিল্পী ও আলোকচিত্রীর শিল্পকর্ম প্রদর্শনী হবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ