ঢালিউড
প্রাপ্তবয়স্কদের সনদ পাওয়া ‘ভয়াল’ এসেছে সিনেমাহলে

‘ভয়াল’ সিনেমার প্রচারণায় আইশা খান ও ইরফান সাজ্জাদ (ছবি: সিনেক্র্যাফট ক্রিয়েশন্স)
প্রাপ্তবয়স্কদের সনদপ্রাপ্ত সিনেমা ‘ভয়াল’ মুক্তি পেলো। এতে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। ইরফানের চরিত্রের নাম সুজন, আইশা আছেন বকুল চরিত্রে। গ্রামীণ পাহাড়ি পটভূমিতে পারিবারিক ও প্রেমের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এটাই তার পরিচালিত প্রথম সিনেমা।
‘ভয়াল’-এর মাধ্যমে সাত বছর পর বড় পর্দায় ফিরলেন ইরফান সাজ্জাদ। তিনি এর আগে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬) ও তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনই হয়’ (২০১৭) সিনেমা দুটিতে অভিনয় করেন।
অন্তর্বর্তী সরকার গঠিত ফিল্ম সার্টিফিকেশন বোর্ড চালুর পর প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য ‘এ’ গ্রেড পাওয়া দেশের প্রথম সিনেমা ‘ভয়াল’।

‘ভয়াল’ সিনেমার পোস্টারে আইশা খান ও ইরফান সাজ্জাদ (ছবি: সিনেক্র্যাফট ক্রিয়েশন্স)
আজ (২৯ নভেম্বর) থেকে ঢাকাসহ দেশের ১৮টি সিনেমাহলে চলছে এটি। এরমধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার ও বালি আর্কেড শাখায় মোট ১১টি শো রয়েছে। এছাড়া সিনেমাটি দেখা যাচ্ছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, উত্তরা দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটার, কেরানীগঞ্জের লায়ন, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, পুরান ঢাকার আজাদ, ঢাকার শ্যামলী, আনন্দ, বগুড়ার মমইন, খুলনার সংগীতা, মধুপুরের মাধবী, কোম্পানীগঞ্জের পূর্ণিমা ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া সিনেমাহলে।

‘ভয়াল’ সিনেমার পোস্টার (ছবি: সিনেক্র্যাফট ক্রিয়েশন্স)
গত বছর সিলেটের মৌলভীবাজারের সীমান্ত অঞ্চলে টানা দুই সপ্তাহ এর শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহ, শওকত সজল, পারভেজ সুমন, ইকবালসহ অনেকে। প্রযোজনায় আশিকুর রহমান।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস