হলিউড
প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা আয় করে শীর্ষে ‘বার্বি’

‘বার্বি’র দৃশ্যে মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
বিশ্বব্যাপী বক্স অফিসে চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করলো ‘বার্বি’। সিনেমাহল থেকে এর আয়ের পরিমাণ এখন ১৩৮ কোটি ডলার (১১ হাজার ৪২০ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা)। ফলে এই সিনেমা ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’কে ছাড়িয়ে গেছে।
এতোদিন ১৩৬ কোটি ডলার আয় নিয়ে এক নম্বরে ছিলো ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’। এটি নেমে গেছে দুই নম্বরে।

‘বার্বি’র দৃশ্যে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
‘বার্বি’র অভূতপূর্ব ব্যবসায়িক সাফল্যের সুবাদে করোনা মহামারির পর প্রথমবার যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন বক্স অফিস ৪০০ কোটি ডলারের মাইলফলকে পৌঁছাতে পেরেছে। যদিও হলিউডের বাণিজ্য বিশ্লেষকরা এমন আশা করেননি। কিন্তু গত ২১ জুলাই একই দিনে মুক্তিপ্রাপ্ত ‘বারবেনহাইমার’ (বার্বি এবং ওপেনহাইমার) উপভোগ করতে দর্শকেরা সিনেমাহলে ভিড় করেছে। ফলে গত বছর গ্রীষ্মকালীন বক্স অফিসে আসা ৩৪০ কোটি ডলারের আয় অতিক্রমের ঘটনা ঘটেছে।

‘বার্বি’র পোস্টারে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)
হলিউডের বাণিজ্য বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’ ২০২৩ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় শীর্ষেই থাকবে। তবে আমেরিকান নির্মাতা-অভিনেত্রী গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’ সেটি ভুল প্রমাণ করেছে। আমেরিকান পুতুল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাটেলের বিখ্যাত বার্বি ডল অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন অস্কার মনোনীত নোয়া বাউমবাখ ও গ্রেটা গারউইগ যুগল।
‘বার্বি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গো রবি। এছাড়া বিভিন্ন পেশার ‘বার্বি’ হিসেবে অভিনয় করেছেন ফরাসি-ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকি, আমেরিকান অভিনেত্রী ইসা রেই, হারি নেফ, আলেকজান্দ্রা শিপ, কেট ম্যাকিনন, আনা ক্রুজ কেইন, আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান, ব্রিটিশ অভিনেত্রী রিতু আরিয়া, স্কটিশ অভিনেত্রী শ্যারন রুনি ও ব্রিটিশ-আলবেনিয়ান সংগীতশিল্পী দুয়া লিপা।

‘বার্বি’র দুই তারকা রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
কেন চরিত্রে দেখা গেছে কানাডিয়ান তারকা রায়ান গসলিংকে। এছাড়া বিভিন্ন কেইন চরিত্রে আছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা রমজান মিয়া, কানাডিয়ান অভিনেতা সিমু লিউ, আমেরিকান অভিনেতা জন চেনা, স্কট ইভান্স, রুয়ান্ডান-স্কটিশ অভিনেতা এনকুটি গাটোয়া, ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আডির।
‘বার্বি’তে আরও অভিনয় করেছেন আমেরিকান অভিনেতা উইল ফেরেল, আমেরিকান অভিনেত্রী আমেরিকা ফেরেরা, রিয়া জো পার্লম্যান, আরিয়ানা গ্রিনব্লাট, ব্রিটিশ অভিনেত্রী এমারেল্ড ফেনেল, অভিনেতা কনোর সুইনডেলস, জেমি ডেমেট্রিউ, কানাডিয়ান অভিনেতা মাইকেল চেরা। ধারাবর্ণনা দিয়েছেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন।

‘বার্বি’ তারকা মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)
২০২৩ সালের শীর্ষ ৫ ব্যবসাসফল সিনেমা (জানুয়ারি-আগস্ট)
১. বার্বি (১৩৮ কোটি ডলার)
২. দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি (১৩৬ কোটি ডলার)
৩. ওপেনহাইমার (৮৫ কোটি ৩০ লাখ ডলার)
৪. গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি (৮৪ কোটি ৬০ লাখ ডলার)
৫. ফাস্ট টেন (৭০ কোটি ৫০ লাখ ডলার)
সূত্র: বক্স অফিস মোজো
এদিকে হলিউড তারকা ডেনজেল ওয়াশিংটনের ‘দ্য ইক্যুয়ালাইজার থ্রি’ এবারের গ্রীষ্মকালীন অবকাশের আরেকটি হিট সিনেমা। এটি মুক্তির প্রথম তিন দিনে উত্তর আমেরিকার বক্স অফিসে ৩ কোটি ৪৫ লাখ ডলার ব্যবসা করেছে।
তবে বছরের বাকি সময় ব্যবসা পড়ে যাবে বলে হলিউডে উদ্বেগ রয়েছে। কারণ অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে ‘ডুন: পার্ট টু’, ‘ক্র্যাভেন দ্য হান্টার’ এবং ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’ সিক্যুয়েলগুলোর মুক্তি পিছিয়ে গেছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস