Connect with us

নাটক

‘প্রিন্সেস ডায়ানা’ রূপে সাবিলা নূর

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘প্রিন্সেস ডায়ানা’ নাটকে সাবিলা নূর (ছবি: চ্যানেল আই)

যাত্রাপালার নর্তকীর চরিত্রে অভিনয় করলেন ছোট পর্দার তারকা সাবিলা নূর। ‘প্রিন্সেস ডায়ানা’ নামের একটি নাটকে তাকে নাম ভূমিকায় দেখা যাবে। এবারই প্রথম এমন চরিত্রে নিজেকে মেলে ধরলেন তিনি।

‘প্রিন্সেস ডায়ানা’ পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। গত তিন দিন মানিকগঞ্জে নাটকটির দৃশ্যধারণ হয়েছে।

সাবিলা নূর (ছবি: ফেসবুক)

অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেলেও ছোটবেলা থেকেই নৃত্যচর্চা করেন সাবিলা নূর। মঞ্চে বিভিন্ন আয়োজনে নাচেন তিনি। যাত্রাপালার আদলে নাচের অভিজ্ঞতা এবারই প্রথম হলো তার।

গল্পে দেখা যাবে, প্রিন্সেস ডায়ানার গ্রামে-গঞ্জে যাত্রাপালায় নাচ ও অভিনয় করে। তার প্রতি গ্রাম্য প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি পড়ে। তারা নর্তকীকে ভোগবিলাসে ব্যবহার করতে চায়।

মেজবাহ উদ্দিন সুমনের লেখা এই নাটকে আরো অভিনয় করেছেন পার্থ শেখ, এরফান মৃধা শিবলু, সোহেল খান প্রমুখ। ঈদের চতুর্থ দিন (২০ জুন) রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘প্রিন্সেস ডায়ানা’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ