Connect with us

স্টার জোন

‘প্রিয় মালতী’ দেখে মেহজাবীনকে নিয়ে গর্বিত মিমি-জয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফসানা মিমির সঙ্গে মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখে মুগ্ধ অন্য দুই প্রজন্মের দুই অভিনেত্রী জয়া আহসান ও আফসানা মিমি। তাদের ভালোবাসায় আপ্লুত মেহজাবীনের চোখের কোণে জমা হয়েছে আনন্দ অশ্রুর ফোঁটা।

গতকাল (২৪ ডিসেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখা শেষে জয়া বলেন, ‘মেহজাবীন কবে এতো পরিপক্ব অভিনয়শিল্পী হয়ে উঠেছে আমি বুঝতেই পারিনি! তবে তার উন্নতি সবসময় খেয়াল করতাম। সে এই সিনেমায় অসাধারণ অভিনয় করেছে।’

জয়া আহসানের সঙ্গে মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)

দর্শকদের সিনেমাহলে এসে ‘প্রিয় মালতী’ দেখার আহ্বান জানিয়েছেন জয়া। এরপর মেহজাবীনকে আলিঙ্গন করে দুই বাংলার জনপ্রিয় এই তারকা বলেন, ‘তোমাকে নিয়ে আমি খুব গর্বিত।’

আফসানা মিমির সঙ্গে মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)

অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমিকে কাছে পেয়ে ‘টিচার’ সম্বোধন করে মেহজাবীন জানতে চেয়েছেন, শিষ্য কেমন অভিনয় করেছেন। তখন মিমি বলেন, “ভাবছিলাম মেহজাবীন কবে এতো বড় হয়ে গেলো, কবে এতো পাকা অভিনেত্রী হয়ে গেলো! ভবিষ্যতে সে হয়তো আরো অনেক কাজ করবে, কিন্তু ‘প্রিয় মালতী’ তার অন্যতম সেরা কাজ হয়ে থাকবে। এতে মেহজাবীনের অভিনয়ের প্রতিটি মুহূর্তকে আমি বিশ্বাস করেছি। সেজন্য আমি অনেক গর্বিত। এই সিনেমায় অভিনয়ের দিক দিয়ে মেহজাবীন সবচেয়ে উঁচু জায়গা ছুঁয়ে ফেলেছে।”

জয়া আহসানের সঙ্গে মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শিক্ষক হিসেবে আফসানা মিমিকে পেয়েছিলেন মেহজাবীন। মিমির কাছ থেকেই অভিনয় ও সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবীনের পরিচয়।

জয়া আহসানের সঙ্গে মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)

‘প্রিয় মালতী’র পরিচালক শঙ্খ দাশগুপ্তের গল্প বুননের প্রশংসা করেছেন আফসানা মিমি ও জয়া। বিজ্ঞাপনচিত্র আর ওয়েব সিরিজ নির্মাণের মাধ্যমে হাত পাকিয়ে প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনিই এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন।

রুনা খানের সঙ্গে মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)

‘প্রিয় মালতী’র বিশেষ প্রদর্শনী দেখতে আফসানা মিমি ও জয়ার পাশাপাশি এসেছিলেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, রুনা খান, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী, প্রযোজক শাহরিয়ার শাকিল।

(বাঁ থেকে) শাহজাহান সম্রাট, মেহজাবীন চৌধুরী, শঙ্খ দাশগুপ্ত, আদনান আল রাজীব ও রেদওয়ান রনি (ছবি: চরকি)

গত ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় ‘প্রিয় মালতী’। ‘ইউ’ গ্রেডে সেন্সর সনদ পাওয়া সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পারছেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তার চরিত্রের নাম মালতী রানী দাশ। সে সংগ্রামী। সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে।

গল্পে দেখা যায়, পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করে মালতী। নিম্ন-মধ্যবিত্ত এই দম্পতি ছোট ছোট স্বপ্ন বুনে যায়। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভেসে কেক কাটে, ঘোরাঘুরি করে। হঠাৎ একটি মার্কেটে অগ্নিকাণ্ডের পর শুরু হয় অন্তঃসত্ত্বা মালতীর সংগ্রাম।

শাহজাহান সম্রাট ও মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, নাদের চৌধুরী, সমু চৌধুরী ও আনিসুল হক বরুণ।

‘প্রিয় মালতী’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছেন নির্মাতা আদনান আল রাজীব। নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি প্রযোজনায় সিদ্ধহস্ত তিনি। এর আগে বেশ কিছু ওটিটি কনটেন্ট প্রযোজনা করেছেন তিনি। সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন মেহজাবীন চৌধুরী, শঙ্খ দাসগুপ্ত ও ফজলে হাসান শিশির। নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান তারেক ও দীপ সাহা। সিনেমাটির সহ-প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)

কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই এটি দারুণ প্রশংসা কুড়িয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ