Connect with us

ঢালিউড

মেহজাবীনের অন্যতম বিশেষ দিন, ‘প্রিয় মালতী’ চলছে ২২টি সিনেমাহলে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

বড় পর্দায় অভিষেক হলো অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পেয়েছে আজ (২০ ডিসেম্বর)। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ২০টি সিনেমাহলে চলছে এটি।

প্রথম সিনেমার উপলক্ষে গতকাল (১৯ ডিসেম্বর) রাত ৯টায় মেহজাবীন সোশ্যাল মিডিয়ায় ভক্ত, দর্শক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছেন, ‘আগামীকাল আমার জীবনের অন্যতম বিশেষ দিন হতে চলেছে। যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একজন অভিনয়শিল্পী হতে চাই, সেদিন থেকে এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি।’

২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মুকুট জয়ের পর থেকে ছোট পর্দায় নিয়মিতভাবে কাজ করে এসেছেন মেহজাবীন। প্রত্যেক মেন্টর, সহশিল্পী, পরিচালক, সহকারী, ক্রু মেম্বার, মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, সাংবাদিক, ইন্ডাস্ট্রির সহকর্মী ও দীর্ঘ যাত্রায় যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সবার প্রতি প্রথম সিনেমা মুক্তির আগমুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

মেহজাবীন লিখেছেন, “আপনারা সবাই মিলে আমাকে আজকের ‘আমি’ বানিয়েছেন। আগামীকাল আমার জীবনের একটি অত্যন্ত বিশেষ অধ্যায়ের সূচনা হবে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আবারও আপনাদের সকলের কাছে আমার চলচ্চিত্র ‘প্রিয় মালতী’র জন্য দোয়া কামনা করছি। সবসময় আপনাদের পাশে পেয়েছি এবং আশা করি এই নতুন অধ্যায়েও আপনাদের আমার পাশে পাবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।”

‘প্রিয় মালতী’র সিনেমাহলের তালিকা (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড থেকে জানানো হয়েছে, অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, বিজয় সরণির সামরিক জাদুঘর ও চট্টগ্রামের বালি আর্কেড শাখায় উপভোগ করা যাচ্ছে ‘প্রিয় মালতী’। এছাড়া সিনেমাটি চালাচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, ঢাকার শ্যামলী, আনন্দ, পিলখানা বিজিবি, উত্তরা দিয়াবাড়ির ম্যাজিক সিনেমাহল, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, রাজশাহীর গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার, পাবনার রূপকথা, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ও মম-ইন, দিনাজপুরের মডার্ন, ফরিদপুরের বনলতা, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স।

‘প্রিয় মালতী’র দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

‘প্রিয় মালতী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করে সে। নিম্ন-মধ্যবিত্ত এই দম্পতি ছোট ছোট স্বপ্ন বুনে যায়। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভেসে কেক কাটে, ঘোরাঘুরি করে। হঠাৎ একটি মার্কেটে অগ্নিকাণ্ডের পর শুরু হয় অন্তঃসত্ত্বা মালতীর সংগ্রাম। এতে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, নাদের চৌধুরী, সমু চৌধুরী ও আনিসুল হক বরুণ।

(বাঁ থেকে) শঙ্খ দাশগুপ্ত, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব ও রেদওয়ান রনি (ছবি: চরকি)

বিজ্ঞাপনচিত্র আর ওয়েব সিরিজ নির্মাণের মাধ্যমে হাত পাকিয়ে ‘প্রিয় মালতী’র মাধ্যমে প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনিই এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন। তরুণ এই নির্মাতা মালতী চরিত্রে মেহজাবীনকেই ভেবেছিলেন ও তাকেই পেয়েছেন। তার কথায়, ‘মালতী চরিত্রটি সংগ্রামী। সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে।’

‘প্রিয় মালতী’র দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘সিনেমাটির গল্প সত্যি ঘটনায় অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমনই কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা-সংগ্রাম শুধু তার একার না, এগুলো দেশের মানুষের সমস্যা-সংগ্রাম। বিশৃঙ্খল এই শহরে শ্বশুরবাড়ি, সমাজ ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয় তাকে। পাশপাশি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিস্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে?’

‘প্রিয় মালতী’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছেন নির্মাতা আদনান আল রাজীব। নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি প্রযোজনায় সিদ্ধহস্ত তিনি। এর আগে বেশ কিছু ওটিটি কনটেন্ট প্রযোজনা করেছেন তিনি। সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন মেহজাবীন চৌধুরী, শঙ্খ দাসগুপ্ত ও ফজলে হাসান শিশির। নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান তারেক ও দীপ সাহা।

‘প্রিয় মালতী’র মহরতে মেহজাবীন চৌধুরী (ছবি: চরকি)

সিনেমাটির সহ-প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ২০২৩ সালের ১৯ এপ্রিল ‘প্রিয় মালতী’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা আসে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে। সব কাজ সম্পন্ন করে সিনেমাটির মুক্তির ঘোষণা আসে গত ৫ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণার পরপর (১৪ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে ট্রেলার। ‘ইউ’ গ্রেডে সেন্সর সনদ পেয়েছে ‘প্রিয় মালতী’, অর্থাৎ সব বয়সী দর্শকরা এটি দেখতে পারবেন।

কায়রো উৎসবের লালগালিচায় ‘প্রিয় মালতী’ টিম।

কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই এটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হলেও এর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন বিভিন্ন দেশের দর্শকরা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ