স্টার জোন
‘প্রেমের সমাধি’র সেই ভাইরাল দৃশ্য নিয়ে ‘অবশেষে হেনার খোঁজ মিললো’

বাপ্পারাজ, নাঈম ও শাবনাজ (ছবি: ফেসবুক)
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমায় চিত্রনায়ক বাপ্পারাজের বলা সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাকে দেখা গেছে বকুল চরিত্রে। হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। সবার মুখে মুখে ফিরতে থাকে এই সংলাপ নিয়ে তুমুল আলোচনার মধ্যেই নতুন একটি ভিডিওতে দেখা গেলো তাদের।
ব্যক্তিজীবনে ‘হেনা’ অর্থাৎ শাবনাজ হলেন একসময়ের চিত্রনায়ক নাঈমের সহধর্মিণী। তাদের নামের ফেসবুক পেজে ‘অবশেষে হেনার খোঁজ মিললো’ শিরোনামের একটি ভিডিও পোস্ট করা হয়েছে আজ (১৯ ফেব্রুয়ারি)। এটিও রীতিমতো ভাইরাল।
নতুন ভিডিওতে দেখা যায়, টাঙ্গাইলে গ্রামীণ পরিবেশে একটি গাড়ি চালিয়ে আসেন বাপ্পারাজ। তিনি নেমেই সামনে চিন্তিতভাবে দাঁড়িয়ে থাকা নাঈমকে প্রশ্ন করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ নাঈম উত্তরে বলেন, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস। আমার সাথে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ খবরটা জেনেই ‘না’ বলে চিৎকার দিয়ে নাঈমকে জড়িয়ে ধরে বাপ্পারাজ বলেন, ‘আমি বিশ্বাস করি না।’ তখন একটু দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন গেয়ে শোনান ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি। তাদের সামনে দিয়ে শাবনাজকে হেঁটে যেতে দেখা যায়। এর মাধ্যমে ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন বাপ্পারাজ-শাবনাজ জুটি। নাঈম টাঙ্গাইলে নিজের ‘সাহেব বাড়ি’তে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজসহ অনেকে।

‘প্রেমের সমাধি’ সিনেমার দৃশ্যে আনোয়ার হোসেন ও বাপ্পারাজ (ছবি: বসুন্ধরা চলচ্চিত্র)
প্রায় তিন দশক আগে ‘প্রেমের সমাধি’ পরিচালনা করেন ইফতেখার জাহান। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটির একটি দৃশ্যে দেখা যায়, ‘বকুল দীর্ঘদিন পর গ্রামে ফিরে দেখে প্রেমিকা হেনার বাড়ি সাজানো। হেনার বাবার কাছে বকুল জানতে চায়, ‘চাচা, বাড়িঘর এতো সাজানো কেনো? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেনো?’ হেনার বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত আনোয়ার হোসেন। বকুলকে তিনি বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন আবেগাপ্লুত হয়ে বলে, ‘না-না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’ এরপর পর্দায় বাজতে থাকে ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’। সোশ্যাল মিডিয়ায় অনেকে সিনেমার এই ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ও নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন।
এদিকে দীর্ঘ ৮ বছর পর অভিনয়ে ফিরছেন বাপ্পারাজ। প্রথমবার ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এর নাম রাখা হয়েছে ‘রক্তঋণ’। এতে তার চরিত্রটি কেমন সেই ঝলক কয়েকদিন আগে ফেসবুকে শেয়ার করেছেন তিনি। মজার বিষয় হলো, টিজারে শোনা গেছে ‘প্রেমের সমাধি’ শিরোনামের গানটি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’
ক্রাইম-থ্রিলার গল্প নিয়ে নির্মিত ‘রক্তঋণ’ ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা সায়েম জোব্বার চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। পর্দায় একের পর এক চিকিৎসক খুন হওয়ার রহস্য উদ্ঘাটন করবেন তিনি। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান। ঢাকায় এর বেশ কিছু অংশের শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, আরশ খান, নাদিয়া হক, খালিদ হাসান প্রমুখ। সিরিজটির গল্প লিখেছে মিড নাইট স্টুডিও টিম। আবহসংগীত তৈরি করছেন আমির মোস্তফা খান।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস