Connect with us

ঢালিউড

‘ফাতিমা’র জন্য ইরানে তাসনিয়া ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তেহরানে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

প্রথমবার ইরানে গেলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনীত ‘ফাতিমা’ সিনেমার প্রচারণা করতে তিনি এখন তেহরানে। ৪২তম ফজর ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে ইস্টার্ন ভিস্তা প্রতিযোগিতায় রয়েছে এটি। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

সোশ্যাল মিডিয়ায় তাসনিয়া ফারিণ আনন্দের সঙ্গে জানিয়েছেন, আজ (৮ ফেব্রুয়ারি) তেহরানের সিনেমা মিউজিয়ামে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা) ‘ফাতিমা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

তাসনিয়া ফারিণের অনুভূতিতে, ‘প্রথমবার ইরানে এলাম। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

তেহরানে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচিত হয় ফজর ফিল্ম ফেস্টিভ্যাল। গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪২তম ফজর ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি। এবারের আসরে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে।

পশ্চিমবঙ্গের ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এটি মুক্তি পায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। তবে ‘ফাতিমার শুটিং শুরু হয় ২০১৭ সালে। ধ্রুব হাসানের পরিচালনায় এতে প্রথমবার অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। এছাড়া আছেন ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মনিকা।

তাসনিয়া ফারিণ ও পান্থ কানাই (ছবি: ফেসবুক)

আউটকাস্ট ফিল্মস প্রযোজিত ‘ফাতিমা’র নাম শুরুতে ছিলো ‘দাহকাল’। অর্থনৈতিক জটিলতার কারণে এর শুটিং শেষ করতে সাত বছর লেগেছে। তুহিন তমিজুলের চিত্রগ্রহণে এর একটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। শারমিন সুলতানা সুমি লেখার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন। এছাড়া রয়েছে মাশা ইসলামের গাওয়া একটি গান। সিনেমাটির নির্বাহী প্রযোজক আদনান হাবিব, সহ-প্রযোজক শামসুর রাহমান আলভী ও আরমান কাদেরী।

সিনেমাওয়ালা প্রচ্ছদ