বলিউড
ফারুকীকে ‘ফারাজ’ সিনেমার পরিচালক, ‘অভিনন্দন বন্ধু’
সেন্সর বোর্ডে চার বছর আটকে থাকা ‘শনিবার বিকেল’ সিনেমাকে সবুজ সংকেত দিয়েছেন ফিল্ম সেন্সর আপিল কমিটির সদস্যরা। ফলে এটি সিনেমা হলে প্রদর্শনে আর কোনো বাধা নেই। সোশ্যাল মিডিয়া ফেসবুকে খবরটি শেয়ার করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তার স্ট্যাটাসের কমেন্টে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় পরিচালক হানসাল মেহতা।
ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনার ছায়ায় ‘শনিবার বিকেল’ সিনেমা সাজিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। একই ঘটনা অবলম্বনে বলিউডে ‘ফারাজ’ পরিচালনা করেছেন হানসাল মেহতা। তাই তিনি কমেন্টে লিখেছেন, ‘অনেক অভিনন্দন বন্ধু। ওপার থেকে ভালোবাসা রইলো। ইতি হানসাল।’
হানসাল মেহতার অভিনন্দনের উত্তরে মোস্তফা সরয়ার ফারুকী দুই হাত জোড় করে রাখা দুটি ইমোটিকনের মাঝে হৃদয় আকৃতির ইমোজি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।
২০১০ সালে আততায়ীদের হামলায় নিহত বিতর্কিত আইনজীবী শহীদ আজমির বায়োপিক ‘শহীদ’ (২০১৩) পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়ান হানসাল মেহতা। এজন্য ভারতের জাতীয় পুরস্কারে সেরা পরিচালক হন তিনি। তার পরিচালিত সিনেমার তালিকায় আরো আছে ‘সিটি লাইটস’ (২০১৪), ‘আলীগড়’ (২০১৬), ‘সিমরান’ (২০১৭) প্রভৃতি।
অনুভব সিনহা প্রযোজিত ও হানসাল মেহতা পরিচালিত ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি। এর পোস্টার প্রকাশের পর থেকে বাংলাদেশে ‘ফেব্রুয়ারির তিন তারিখের আগেই মুক্তি চাই’ এবং ‘ফারাজ সিনেমার একঘণ্টা আগে হলেও শনিবার বিকেল মুক্তি দেওয়া হোক’ দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়।
বাংলাদেশি তরুণ ফারাজ আইয়াজ হোসেনের বীরত্ব ও ত্যাগের গল্প তুলে ধরা হয়েছে ‘ফারাজ’ সিনেমায়। সোশ্যাল মিডিয়ায় এর পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানান পরিচালক হানসাল মেহতা। তিনি টুইটারে লিখেছেন, ‘ধর্মান্ধতার বিরুদ্ধে দাঁড়ানোই ধর্মান্ধতাকে পরাজিত করার একমাত্র পথ।’
‘ফারাজ’ সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর ও অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তাদের। এছাড়াও অভিনয় করেছেন জুহি বাব্বর, আমির আলি, পলক রালওয়ানি, শচিন লালওয়ানি, যতিন সারিন, নিনাদ ভাট, হারশাল পাওয়ার, রেশাম সাহানি প্রমুখ।
২০১৯ সালে সেন্সর বোর্ডের সনদ পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও চার বছর আটকে ছিলো ‘শনিবার বিকেল’। অথচ সেন্সর বোর্ডের সদস্যরা এর ভূয়সী প্রশংসা করেছিলেন। ২০১৯ সালে মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৪১তম আসরে রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার এবং কমেরসান্ত পুরস্কারসহ আরো অনেক ফেস্টিভ্যালে পুরস্কৃত হয় ‘শনিবার বিকেল’। এছাড়া মিউনিখ, বুসান ও সিডনিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় এটি। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সিনেমাটির মুক্তি আটকে দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
অবশেষে গতকাল (২১ জানুয়ারি) আপিল বোর্ডের শুনানিতে ‘শনিবার বিকেল’ মুক্তিতে কোনো বাধা নেই বলে মত দেন কমিটির সদস্যরা। এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। আহ্বায়ক হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান। সদস্যসচিব পদে রয়েছেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ। সাত সদস্যের আপিল কমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী সুচরিতা, সাংবাদিক শ্যামল দত্ত ও সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম।
গতকাল সন্ধ্যায় মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, “কেমন অনুভূতি হয় যখন আপনি দেখেন সারা দুনিয়া ছুটে চলেছে আর আপনি একাই থেমে? ভীষণ অপ্রয়োজনীয় লাগে নিজেরে! এই কয় বছর তাই লাগছিলো! বাইরে থেকে কী মনে হয় জানি না, ভেতরে ভেতরে শিল্পীদের মতো একাকী মানুষ আর কেউ নাই! গত চার বছর ধরে ‘শনিবার বিকেল’ নিয়ে যখন স্ট্রাগল করছিলাম, তখন নিজেকে অদরকারি ভাবার সঙ্গে যে অনুভূতিটা আমাকে গ্রাস করতো সেটা হলো একাকীত্ব। কিন্তু এই কয় মাস ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের সতীর্থ, আমাদের দর্শক ভাই-বোন এবং সমাজের সর্বস্তরের মানুষ ‘শনিবার বিকেল’-এর মুক্তির দাবিতে যেভাবে কণ্ঠ উঁচু করেছেন, তাতে আমি আর একা বোধ করি নাই। মনে হয়েছে আমি অনেকের সঙ্গে আছি, মাঝে আছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ছবিটার মুক্তির জন্য নেপথ্যে যে ভাইবোনেরা কাজ করেছেন তাদের সবাইকে সালাম। পত্র-পত্রিকা, ফেসবুক পেজ বা গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপিল বোর্ড ‘শনিবার বিকেল’ ছবিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা হয়তো তাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন, যেটার বিবরণ এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দেবেন যাতে আগামী শুক্রবার কিংবা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ‘ফারাজ’-এর সঙ্গে কিংবা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো। এই সুযোগে আমি আপীল বিভাগের বিজ্ঞ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। শেষে একটা কথা বলতে চাই, আমার মতো এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেন কোনো ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয়দিন। কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনো মানে নাই। সবাই ভালো থাকবেন। আমি এখন একটু ঘুমাবো!”
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস