Connect with us

স্টার জোন

ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকের ডাবল-আপ ‘৮৪০’ আসছে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

২০০৭ সালে তুমুল জনপ্রিয়তা পায় মোস্তফা সরয়ার ফারুকীর ধারাবাহিক নাটক ‘৪২০’। রাজনৈতিক বিদ্রূপধর্মী গল্প নিয়ে এটি তৈরি করেছিলেন তিনি। ১৭ বছর পর এই নির্মাতা বানিয়েছেন ‘৮৪০’। এবারের গল্পেও থাকছে রাজনৈতিক বিদ্রূপ।

গতকাল (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ‘৮৪০’-এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুক রিলের ক্যাপশনে তিনি লিখেছেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৮৪০’।”

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

ফারুকীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাতে ঢাকার একটি রাজপথে আলো-আঁধারিতে যানবাহন চলাচলের চিত্র। এতে উল্লেখ রয়েছে, ‘৮৪০’ লিখেছেন ও পরিচালনা করেছেন ফারুকী। এটি ছবিয়ালের প্রযোজনা।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকী ‘৮৪০’ নামের প্রকল্পটির শুটিং করেছেন অনেক আগে। তবে এটি কোথায় দেখানো হবে ও কোন ফরম্যাটে দেখানো হবে, সেসব জানা যায়নি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ