Connect with us

ওটিটি

ফারুকীর ‘৮৪০’ ট্রেলার: মূল চরিত্রের সঙ্গে কার মিল, অভিনয় করেছেন কারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘৮৪০’-এর দৃশ্যে মারজুক রাসেল, আশুতোষ সুজন, নাসির উদ্দিন খান ও অন্যরা (ছবি: ছবিয়াল)

‘নির্বাচন আসলে কী? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম। যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরে কে মেয়র হবে।’ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ প্রকল্পের ট্রেলারের শুরুতেই রয়েছে এই সংলাপ। আর সবশেষের সংলাপটি হলো, ‘আমি এতো ভালো উন্নয়ন করছি, তবুও একটা লোক আমাকে ভালোবাসলো না কেন? পাবলিকরে ফাইভ স্টার এনে দেন, ওদের ভালো লাগবে না স্যার। ওরা চায় ডেমোক্রেসি। ওদের রুচি বড়ই খারাপ স্যার।’ এসব সংলাপেই স্পষ্ট রাজনৈতিক বিদ্রূপধর্মী গল্প রয়েছে এতে। 

২০০৭ সালে তুমুল জনপ্রিয়তা পায় মোস্তফা সরয়ার ফারুকীর ধারাবাহিক নাটক ‘৪২০’। রাজনৈতিক বিদ্রূপধর্মী গল্প নিয়ে এটি তৈরি করেছিলেন তিনি। ১৭ বছর পর এই নির্মাতা বানিয়েছেন ‘৮৪০’। এর মূল চরিত্র রাজনীতিবিদ। একসময় তাকে পালাতে হয়। ট্রেলারের দৃশ্যে এটি বলা হয়েছে। এর ফলে গল্পের রাজনীতিবিদের সঙ্গে বাস্তবের একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মিল খুঁজে পাওয়া যাচ্ছে!

‘৮৪০’-এর দৃশ্যে নাসির উদ্দিন খান (ছবি: ছবিয়াল)

গতকাল (৬ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় ‘৮৪০’-এর ট্রেলার শেয়ার করে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, “গত শীতে আমরা যখন এর শুটিং করছিলাম তখনো জানি না আদৌ এটা দেখানো যাবে কিনা। আর আজ ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ ওরফে ‘৮৪০’-এর ট্রেলার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবেগে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। অনুগ্রহপূর্বক ট্রেলারটি দেখুন। শিগগিরই আসছে। আপনার প্রত্যাশিত সময়ের আগেই আসবে!”

‘৮৪০’-এর দৃশ্যে নাসির উদ্দিন খান ও অন্যরা (ছবি: ছবিয়াল)

ট্রেলারের শুরুতে দেখা যায়, রাতে ঢাকার একটি রাজপথে আলো-আঁধারিতে যানবাহন চলাচলের চিত্র। এরপর পর্দায় আসে ‘৮৪০’-এর মূল চরিত্র। তিনি অভিনেতা নাসির উদ্দিন খান। তারপর একে একে পর্দায় আসতে থাকেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতউল্লাহ, জাকিয়া বারী মম, মারজুক রাসেল, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, আশুতোষ সুজন, প্রান্তর দস্তিদারসহ অনেকে।

‘৮৪০’-এর দৃশ্যে জাকিয়া বারী মম ও বিজরী বরকতউল্লাহ (ছবি: ছবিয়াল)

৩ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারের সবশেষে উল্লেখ রয়েছে, ‘একটা ছোট শহরের মধ্য দিয়ে দেখা যাক পুরো দেশটাকে।’

‘৮৪০’-এর দৃশ্যে (বাঁ থেকে) ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয় ও নাদের চৌধুরী (ছবি: ছবিয়াল)

সিনেমাহল, টেলিভিশন, ওটিটি– সব মাধ্যমেই দেখা যাবে ‘৮৪০’। এর আবহসংগীত তৈরি করেছেন পাভেল আরীন। প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহ-প্রযোজনায় ফরিদুর রেজা সাগর। সহ-পরিচালক গোলাম কিবরিয়া ফারুকী। ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় ছবিয়াল নির্মাণ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ