ছবিঘর
ফারুকী-তিশার বিয়েবার্ষিকীর সারপ্রাইজ পার্টি
ফিল্মমেকার মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ১৩তম বিয়েবার্ষিকীর আয়োজন হয়ে উঠলো অভিনেত্রী-নির্মাতাদের মিলনমেলা। গতকাল (২২ জুলাই) ঢাকার একটি রেস্তোরাঁয় হাসি, আনন্দ, আড্ডা, নাচ-গানে মেতেছিলেন তারা। স্ক্রল করে ছবিতে দেখে নিন অনুষ্ঠানের কিছু মুহূর্ত।

(বাঁ থেকে) মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, আশফাক নিপুন, রেদওয়ান রনি ও আদনান আল রাজীব, (সামনে) মোস্তফা সরয়ার ফারুকী (চবি: ফেসবুক)
মোস্তফা সরয়ার ফারুকীর কাছে এই আয়োজন ছিলো চমক! তিনি আজ সন্ধ্যায় ফেসবুকে অনুগল্প-১ হিসেবে লিখেছেন, ‘কালকে আমার শরীরটা একটু কেমন কেমন জানি ছিলো। ভাবলাম ডেঙ্গু কিনা। টেস্ট করার জন্য রাজ আমাকে নিয়ে গেলো। পরিকল্পনা ছিলো সেখান থেকে রাজ তার একটা ব্যক্তিগত কাজে আমাকে নিয়ে যাবে। টেস্ট শেষে নিয়ে গেলো এক রেস্টুরেন্টে। ভাবলাম রাজ বিয়ে করতেছে নাকি, মেয়ে পক্ষ আসবে বলে আমারে নিয়ে আসলো নাকি, নাকি সে ফ্ল্যাট কিনলো যে উপলক্ষে খাওয়াবে। ওইদিকে ভিতরে শিকারীরা ক্যামেরা তাক করে আমার বোকা হয়ে যাওয়া মুহূর্ত ক্যাপচার করবে বলে। ভেতরে ঢুকে দেখি আমাদের অ্যানিভারসারি সারপ্রাইজ পার্টি! সেখানে যাওয়ার পর দেখি আমার ডেঙ্গু হাওয়া। লাইফ ইজ বিউটিফুল!’

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

(বাঁ থেকে) নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা সরয়ার ফারুকী ও আশফাক নিপুণ (ছবি: ফেসবুক)
মোস্তফা সরয়ার ফারুকীর কাছে অনুষ্ঠানটি ছিলো হারানো দিনের পুরনো কথা। বেশকিছু ছবি শেয়ার করে গল্পের বাকি অংশ জানিয়েছেন এভাবে, ‘আমাদের ছবিয়াল হাউসের অবিশ্বাস্য সব দিন আর আমাদের প্রেমের গল্প সব একাকার হয়ে আসছিলো। আশা করি, কোনো একদিন সেইসব সময় নিয়ে আমরা কিছু একটা বানাতে পারবো। ১৮ প্লাস কন্টেন্ট হবে সেটা নিশ্চিত। কিন্তু বাংলাদেশের পরিবর্তনের চিহ্নগুলোও আমাদের জীবনের ভিতর দিয়ে চলে আসবে। রুদ্ধশ্বাস, স্বপ্নময়, কেয়ারলেস সেইসব দিন।’

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ১৩তম বিয়েবার্ষিকীর আয়োজনে অভিনেত্রী-নির্মাতারা (ছবি: ফেসবুক)

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ১৩তম বিয়েবার্ষিকীর আয়োজনে অভিনেত্রী-নির্মাতারা (ছবি: ফেসবুক)
নুসরাত ইমরোজ তিশা আজ বিকেলে ফেসবুকে লিখেছেন, ‘কালকে রাতের আবহ থেকে এখনও বের হতে পারছি না। সবাইকে ধন্যবাদ আমাদের অ্যানিভারসারি পার্টি এতো স্মরণীয় করে দেওয়ার জন্য। সবার জন্য ভালোবাসা।’

(বাঁ থেকে) মেহজাবীন চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

(বাঁ থেকে) তাসনিয়া ফারিণ, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর (ছবি: ফেসবুক)
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘চমৎকার মানুষ, সুন্দর রাত।’

(বাঁ থেকে) তাসনিয়া ফারিণ ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)
অভিনেত্রী তাসনিয়া ফারিণ নিজের ফেসবুক পেজে বেশকিছু ছবি শেয়ার করেছেন।

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার ১৩তম বিয়েবার্ষিকীর আয়োজনে তারকারা (ছবি: ফেসবুক)

(পেছনে) এলিটা করিম, নুসরাত ইমরোজ তিশা, (সামনে বাঁ থেকে) তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর ও নীল হুরেরজাহান (ছবি: ফেসবুক)

(সামনে) মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর, (পেছনে) তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)
তিশাকে ধন্যবাদ জানিয়ে সাবিলা নূর লিখেছেন, ‘চমৎকার রাত।’

আশফাক নিপুন ও মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

(বাঁ থেকে) এলিটা করিম ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

(বাঁ থেকে) আশফাক নিপুণ, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা সরয়ার ফারুকী ও এলিটা করিম (ছবি: ফেসবুক)
নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে গতকাল রাতে! ভাই বেরাদার ভালোবাসা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস