Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতলো মেহজাবীনের ‘প্রিয় মালতী’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পুরস্কার জয়ের পর অনুভূতি জানাচ্ছেন শঙ্খ দাশগুপ্ত। পেছনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও ফিপরেসি শাখার বিচারকরা (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৩তম আসরে বাংলাদেশ প্যানোরামা শাখায় সেরা সিনেমা হিসেবে ফিপরেসি পুরস্কার জিতলো শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। বিচারকদের মন জয় করেছে এর গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের নৈপুণ্য।

‘প্রিয় মালতী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীন চৌধুরীর। একইসঙ্গে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম সিনেমা এটি। তিনিই ফিপরেসি পুরস্কার গ্রহণ করেছেন উৎসবে। গতকাল (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এবারের আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়।

ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্রিয় মালতী’র পুরস্কার (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘দেশে পুরস্কৃত হওয়ার আনন্দ সবচেয়ে বেশি।  সিনেমাটি দেশের বাইরের উৎসবে প্রতিযোগিতা করেছে, সুনাম কুড়িয়েছে। তবে দেশের উৎসবের এই পুরস্কার আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড় পাওয়া।’

ঢাকার আগে কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই এটি প্রশংসা কুড়িয়েছে।

‘প্রিয় মালতী’র দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

গত বছরের ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় ‘প্রিয় মালতী’। দর্শকদের মন জয় করে ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে পঞ্চম সপ্তাহে চলছে এই সিনেমা। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর ও যমুনা ব্লকবাস্টারে দেখা যাবে এটি।

‘প্রিয় মালতী’র দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

‘প্রিয় মালতী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। তার চরিত্রের পুরো নাম মালতী রানী দাশ। সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। গল্পে দেখা যায়, পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করে মালতী। নিম্ন-মধ্যবিত্ত এই দম্পতি ছোট ছোট স্বপ্ন বুনে যায়। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভেসে কেক কাটে, ঘোরাঘুরি করে। হঠাৎ একটি মার্কেটে অগ্নিকাণ্ডের পর শুরু হয় অন্তঃসত্ত্বা মালতীর সংগ্রাম।

‘প্রিয় মালতী’র দৃশ্যে রিজভী রিজু ও মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, নাদের চৌধুরী, সমু চৌধুরী ও আনিসুল হক বরুণ।

‘প্রিয় মালতী’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছেন নির্মাতা আদনান আল রাজীব। এর আগে বেশ কিছু ওটিটি কনটেন্ট প্রযোজনা করেছেন তিনি। সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন মেহজাবীন চৌধুরী, শঙ্খ দাসগুপ্ত ও ফজলে হাসান শিশির। সহ-প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্বাহী প্রযোজনায় মো. হাবিবুর রহমান তারেক ও দীপ সাহা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ