ফিল্ম ফেস্টিভ্যাল
উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতলো মেহজাবীনের ‘প্রিয় মালতী’
ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৩তম আসরে বাংলাদেশ প্যানোরামা শাখায় সেরা সিনেমা হিসেবে ফিপরেসি পুরস্কার জিতলো শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’। বিচারকদের মন জয় করেছে এর গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের নৈপুণ্য।
‘প্রিয় মালতী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীন চৌধুরীর। একইসঙ্গে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম সিনেমা এটি। তিনিই ফিপরেসি পুরস্কার গ্রহণ করেছেন উৎসবে। গতকাল (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এবারের আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়।
শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘দেশে পুরস্কৃত হওয়ার আনন্দ সবচেয়ে বেশি। সিনেমাটি দেশের বাইরের উৎসবে প্রতিযোগিতা করেছে, সুনাম কুড়িয়েছে। তবে দেশের উৎসবের এই পুরস্কার আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড় পাওয়া।’
ঢাকার আগে কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই এটি প্রশংসা কুড়িয়েছে।
গত বছরের ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায় ‘প্রিয় মালতী’। দর্শকদের মন জয় করে ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে পঞ্চম সপ্তাহে চলছে এই সিনেমা। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর ও যমুনা ব্লকবাস্টারে দেখা যাবে এটি।
‘প্রিয় মালতী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। তার চরিত্রের পুরো নাম মালতী রানী দাশ। সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। গল্পে দেখা যায়, পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করে মালতী। নিম্ন-মধ্যবিত্ত এই দম্পতি ছোট ছোট স্বপ্ন বুনে যায়। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভেসে কেক কাটে, ঘোরাঘুরি করে। হঠাৎ একটি মার্কেটে অগ্নিকাণ্ডের পর শুরু হয় অন্তঃসত্ত্বা মালতীর সংগ্রাম।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, নাদের চৌধুরী, সমু চৌধুরী ও আনিসুল হক বরুণ।
‘প্রিয় মালতী’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য সিনেমার প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছেন নির্মাতা আদনান আল রাজীব। এর আগে বেশ কিছু ওটিটি কনটেন্ট প্রযোজনা করেছেন তিনি। সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন মেহজাবীন চৌধুরী, শঙ্খ দাসগুপ্ত ও ফজলে হাসান শিশির। সহ-প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্বাহী প্রযোজনায় মো. হাবিবুর রহমান তারেক ও দীপ সাহা।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস