Connect with us

গান বাজনা

ফিফা বিশ্বকাপের ফেসবুক রিলে চিরকুটের ‘জাদুর শহর’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চিরকুট ব্যান্ডের সদস্যরা (ছবি: চিরকুট)

বাংলাদেশের ব্যান্ড চিরকুটের জন্য দারুণ সংবাদ! তাদের জনপ্রিয় গান ‘জাদুর শহর’ একটি ভিডিও ক্লিপে জুড়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃপক্ষ। এটি রিলস আকারে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। 

গতকাল ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে রিল আপলোড করা হয়। বাংলায় এর ক্যাপশনে দেওয়া হয়েছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে।’ ফিফা ওয়ার্ল্ড কাপের এই পেজে ফলোয়ার সংখ্যা ৬ কোটির বেশি।

চিরকুট ব্যান্ডের সদস্যরা (ছবি: চিরকুট)

ফিফার এই পোস্টে ৬০ হাজারের মতো লাইক পড়েছে। এতে মন্তব্য এসেছে প্রায় ৬ হাজার। আর এটি শেয়ার হয়েছে ৫ হাজার ২০০ বার।

নির্মাতা নূরুল আলম আতিকের ভাবনায় ‘জাদুর শহর’ গানটির কথা যৌথভাবে লিখেছেন আনন্দ ও সুমী। সংগীত পরিচালনায় সুমী, পিন্টু ঘোষ ও ইমন চৌধুরী। সাউন্ড প্রডিউসার হিসেবে কাজ করেছেন পাভেল আরীন। পিন্টু ঘোষ ও ইমন চৌধুরী এখন চিরকুট ব্যান্ডে নেই। সংগীতে একক ক্যারিয়ার গড়েছেন তারা।

চিরকুট ব্যান্ডের সদস্যরা (ছবি: চিরকুট)

২০১৩ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘জাদুর শহর’ ধারাবাহিক নাটকের জন্য ‘জাদুর শহর’ গানটি তৈরি করে চিরকুট ব্যান্ড। এটাই শ্রোতামহলে পরিচিতি এনে দিয়েছে তাদের।

চিরকুট ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন শারমীন সুলতানা সুমী, পাভেল আরীন, জাহিদ নিরব, রায়হান ইসলাম শুভ্র।

সিনেমাওয়ালা প্রচ্ছদ