Connect with us

টালিউড

ফিল্মফেয়ারে ‘বহুরূপী’র জয়জয়কার, সেরা অভিনেত্রী শুভশ্রী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ফিল্মফেয়ারের মঞ্চে (বাঁ থেকে) রাজকুমার রাও, শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় (ছবি: ফিল্মফেয়ার)

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার অষ্টম আসরে সেরা সিনেমা ও সেরা পরিচালকসহ সর্বাধিক সাতটি পুরস্কার জিতেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘বহুরূপী’। সেরা অভিনেতা হয়েছেন শিবপ্রসাদ মুখার্জি। সিনেমাটির গল্প ১৯৯৮ থেকে ২০০৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার রায়পুর গ্রামে ঘটে যাওয়া একাধিক ব্যাংক ডাকাতির ঘটনা অবলম্বনে। মূল চরিত্র বিক্রম বহুরূপী হয়ে ব্যাংক ডাকাতি করে। তবে সে একসময় পাটকলের কর্মচারী ছিলো। তাকে কমিউনিস্ট ইউনিয়নের এক নেতাকে হত্যা ও কিছু গয়না চুরির মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর তার জীবনের দর্শন বদলে যায়। 

দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি স্বীকৃতি পেয়েছে অভিনন্দন ব্যানার্জি পরিচালিত ‘মানিকবাবুর মেঘ’। তিনি সেরা মৌলিক গল্পকার ও সেরা গীতিকার শাখা দুটির পুরস্কার জিতেছেন। প্রয়াত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ পেয়েছে পাঁচটি পুরস্কার। এরমধ্যে পরিচালক সৃজিত মুখার্জি সেরা চিত্রনাট্য ও সেরা সিনেমা সম্পাদনা শাখার পুরস্কার জিতেছেন। চারটি স্বীকৃতি পেয়েছে অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’।

ফিল্মফেয়ারের মঞ্চে শুভশ্রী গাঙ্গুলি ও রাজকুমার রাও (ছবি: ফিল্মফেয়ার)

‘বাবলি’ সিনেমার সুবাদে সেরা অভিনেত্রী শাখার পুরস্কার জিতেছেন শুভশ্রী গাঙ্গুলি। তার হাতে ফিল্মফেয়ারের ‘ব্ল্যাক লেডি’ তুলে দেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।

ফিল্মফেয়ারের মঞ্চে চঞ্চল চৌধুরী ও ঋতুপর্ণা সেনগুপ্ত (ছবি: ফিল্মফেয়ার)

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান (ভূতপরী) সেরা অভিনেত্রী, মোশাররফ করিম (হুব্বা) ও চঞ্চল চৌধুরী (পদাতিক) সেরা অভিনেতা (সমালোচক) হিসেবে মনোনয়ন পেলেও তিন জনের কেউই এবার ‘ব্ল্যাক লেডি’ পাননি।

ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসান ও ‘পদাতিক’ সিনেমার প্রযোজক ফিরদৌসুল হাসান (ছবি: ফিল্মফেয়ার)

ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের আয়োজনে গতকাল (১৮ মার্চ) কলকাতার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মধ্য থেকে সেরাদের ‘ব্ল্যাক লেডি’ দেওয়া হয়েছে এবারের আসরে। জাঁকজমকপূর্ণ এই আয়োজন সঞ্চালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি, রাজ চক্রবর্তী ও পূজা ব্যানার্জি। অনুষ্ঠানে নেচেছেন শুভশ্রী গাঙ্গুলি, পূজা ব্যানার্জি, বরখা বিস্ত।

বৈশাখী রায়কে পুরস্কার তুলে দেন শুভশ্রী গাঙ্গুলি (ছবি: ফিল্মফেয়ার)

অষ্টম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার বিজয়ী তালিকা
সেরা সিনেমা
বহুরূপী

সেরা সিনেমা (সমালোচক)
চালচিত্র এখন (অঞ্জন দত্ত), অভিনন্দন ব্যানার্জি (মানিকবাবুর মেঘ)

সেরা অভিনেতা
শিবপ্রসাদ মুখার্জি (বহুরূপী)

সেরা অভিনেত্রী
শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)

সেরা অভিনেতা (সমালোচক)
অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ)

ফিল্মফেয়ারের মঞ্চে মনামী ঘোষ ও মমতা শঙ্কর (ছবি: ফিল্মফেয়ার)

সেরা অভিনেত্রী (সমালোচক)
মমতা শঙ্কর (বিজয়ার পরে)

সেরা পার্শ্ব অভিনেতা
শিলাজিৎ মজুমদার (অযোগ্য), শাওন চক্রবর্তী (চালচিত্র এখন)

সেরা পার্শ্ব অভিনেত্রী
মনামি ঘোষ (পদাতিক), তনিকা বসু (চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটালি)

সেরা পরিচালক
নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি (বহুরূপী)

সেরা নবাগত অভিনেতা
শুভঙ্কর মোহন্ত (মন পতঙ্গ)

সেরা নবাগতা অভিনেত্রী
ইধিকা পাল (খাদান), বৈশাখী রায় (মন পতঙ্গ)

সেরা নতুন পরিচালক
শমীক রায় চৌধুরী (বেলাইন)

সেরা গায়ক
ননী চোরা দাস বাউল ও বনি চক্রবর্তী (গান: শিমুল পলাশ, সিনেমা: বহুরূপী)

সেরা গায়িকা
শ্রেষ্ঠা দাস (গান: ডাকাতিয়া বাঁশি, সিনেমা: বহুরূপী)

সেরা গানের অ্যালবাম
বহুরূপী (অনুপম রায়, বনি চক্রবর্তী, অর্ণব দত্ত, শিলাজিৎ মজুমদার, ননী চোরা দাস বাউল)

সেরা গীতিকার
অভিনন্দন ব্যানার্জি (গান: তোমার আমার গল্প হতো যদি, সিনেমা: মানিকবাবুর মেঘ)

সেরা আবহ সংগীত
নীল দত্ত (চালচিত্র এখন)

সেরা মৌলিক গল্প
অভিনন্দন ব্যানার্জি (মানিকবাবুর মেঘ)

সেরা চিত্রনাট্য
পদাতিক (সৃজিত মুখার্জি)

সেরা সংলাপ
কৌশিক গাঙ্গুলি (অযোগ্য)

সেরা সিনেমা সম্পাদনা
সৃজিত মুখার্জি (পদাতিক)

সেরা শব্দ বিন্যাস
অভিজিৎ রায় (মানিকবাবুর মেঘ)

সেরা চিত্রগ্রহণ
অনুপ সিং (মানিকবাবুর মেঘ)

সেরা শিল্প নির্দেশনা
তন্ময় চক্রবর্তী (পদাতিক)

সেরা রূপসজ্জা
সোমনাথ কুণ্ডু (পদাতিক)

সেরা পোশাক পরিকল্পনা
জয়ন্তী সেন (বহুরূপী)

ফিল্মফেয়ারের মঞ্চে কৌশিক গাঙ্গুলি ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (ছবি: ফিল্মফেয়ার)

আজীবন সম্মাননা
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

সিনেমাওয়ালা প্রচ্ছদ