ওটিটি
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৩ বিজয়ীরা
চতুর্থবারের মতো ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস পেলেন বিজয়ীরা। ওয়েব সিরিজ ও ওটিটির জন্য নির্মিত সিনেমার অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার-চিত্রনাট্যকার, সংগীতশিল্পী ও কারিগরি কাজে সম্পৃক্তদের মধ্যে সেরাদের পুরস্কৃত করা হলো। গত ২৬ নভেম্বর ছিলো এই আয়োজন। ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি কারা পেলেন দেখে নিন একনজরে।
সেরা ওয়েব সিরিজ (ড্রামা): স্কুপ
সেরা অভিনেতা (ড্রামা): সুবিন্দর ভিকি (কোহরা)
সেরা অভিনেত্রী (ড্রামা): রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার)
সেরা পরিচালক (ড্রামা): বিক্রমাদিত্য মোতওয়ানে (জুবিলী)
সেরা পার্শ্ব-অভিনেতা (ড্রামা): বরুণ সবতি (কোহরা)
সেরা পার্শ্ব-অভিনেত্রী (ড্রামা): তিলোত্তমা সোম (দিল্লি ক্রাইম সিজন টু)
সেরা অভিনেতা (কমেডি): অভিষেক ব্যানার্জি (দ্য গ্রেট ওয়েডিংস অব মুনেস)
সেরা অভিনেত্রী (কমেডি): মানভি গাগরু (টিভিএফ ট্রিপলিং)
সেরা পার্শ্ব-অভিনেতা (কমেডি): অরুণাভ কুমার (টিভিএফ পিচার্স সিজন টু)
সেরা পার্শ্ব-অভিনেত্রী (কমেডি): শেরনাজ প্যাটেল (টিভিএফ ট্রিপলিং সিজন থ্রি)
সেরা কমেডি (সিরিজ/স্পেশালস): টিভিএফ পিচার্স সিজন টু
সেরা নন-ফিকশন অরিজিনাল (সিরিজ/স্পেশাল): সিনেমা মার্তে দম তাক
সেরা ওয়েব ফিল্ম: সির্ফ এক বান্দা কাফি হ্যায় (জিফাইভ)
সেরা পরিচালক (ওয়েব ফিল্ম): অপূর্ব সিং কারকি (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম): মনোজ বাজপেয়ী (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম): আলিয়া ভাট (ডার্লিংস)
সেরা পার্শ্ব-অভিনেতা (ওয়েব ফিল্ম): সুরজ শর্মা (গুলমোহর)
সেরা পার্শ্ব-অভিনেত্রী (ওয়েব ফিল্ম): অম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিস টু), শেফালি শাহ (ডার্লিংস)
সমালোচক পছন্দ
সেরা ওয়েব সিরিজ (ড্রামা): ট্রায়াল বাই ফায়ার
সেরা অভিনেতা (ড্রামা): বিজয় ভার্মা (দাহাড়)
সেরা অভিনেত্রী (সমালোচক): কারিশমা তান্না (স্কুপ) ও সোনাক্ষী সিনহা (দাহাড়)
সেরা পরিচালক (ড্রামা): রণদীপ ঝা (কোহরা)
সেরা ওয়েব ফিল্ম: লাস্ট স্টোরিস টু (কঙ্কনা সেন শর্মা), মনিকা ও মাই ডার্লিং (বসন বালা)
সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম): রাজকুমার রাও (মনিকা ও মাই ডার্লিং)
সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম): শর্মিলা ঠাকুর (গুলমোহর), সানিয়া মালহোত্রা (কাঁঠাল)
কারিগরি পুরস্কার
সেরা মৌলিক গল্পকার (ওয়েব সিরিজ): গুঞ্জিত চোপড়া, দিগ্গি সিসোদিয়া (কোহরা)
সেরা মৌলিক চিত্রনাট্যকার (ওয়েব সিরিজ): গুঞ্জিত চোপড়া, সুদীপ শর্মা ও দিগ্গি সিসোদিয়া (কোহরা)
সেরা মৌলিক সংলাপ রচয়িতা (ওয়েব সিরিজ): করণ ভিয়াস (স্কুপ)
সেরা রূপান্তরিত চিত্রনাট্যকার (ওয়েব সিরিজ): ম্রুন্ময়ী লাগু, মিরাট ত্রিবেদি ও অনু সিং চৌধুরী (স্কুপ)
সেরা চিত্রগ্রাহক (ওয়েব সিরিজ): প্রতীক শাহ (জুবিলী)
সেরা শিল্প নির্দেশক (ওয়েব সিরিজ): অপর্ণা সুদ, মুকুন্দ গুপ্তা (জুবিলী)
সেরা সম্পাদনা (ওয়েব সিরিজ): আরতি বাজাজ (জুবিলী)
সেরা পোশাক পরিকল্পনা (ওয়েব সিরিজ): শ্রুতি কাপুর (জুবিলী)
সেরা আবহ সংগীত (ওয়েব সিরিজ): অলোকানন্দা দাসগুপ্তা (জুবিলী)
সেরা মৌলিক গান (ওয়েব সিরিজ): জুবিলী (সুরকার-অমিত ত্রিবেদি, গীতিকবি-কাউসার মুনির)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস (ওয়েব সিরিজ): জুবিলী (অর্পণ গাগলানি)
সেরা শব্দসজ্জা (ওয়েব সিরিজ): কুনাল শর্মা ও ধ্রুব পারেখ (জুবিলী)
সেরা গল্পকার (ওয়েব ফিল্ম): দীপক কিংগ্রানি (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা মৌলিক চিত্রনাট্যকার (ওয়েব ফিল্ম): জাসমিত কে রিন, পারভিজ শেখ (ডার্লিংস) এবং রাহুল ভি. ছিত্তেলা ও অর্পিতা মুখার্জি (গুলমোহর)
সেরা সংলাপ রচয়িতা (ওয়েব ফিল্ম): দীপক কিংগ্রানি (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)
সেরা চিত্রগ্রাহক (ওয়েব ফিল্ম): স্বপ্নিল সোনাওয়ানে (মনিকা ও মাই ডার্লিং)
সেরা শিল্প নির্দেশক (ওয়েব ফিল্ম): মীনাল আগারওয়াল (কলা)
সেরা সম্পাদনা (ওয়েব ফিল্ম): নিতিন বৈদ (ডার্লিংস)
সেরা আবহ সংগীত (ওয়েব ফিল্ম): অচিন্ত থাক্কার (মনিকা ও মাই ডার্লিং)
সেরা শব্দসজ্জা (ওয়েব ফিল্ম): অনির্বাণ সেনগুপ্ত (ডার্লিংস)
শর্টফিল্ম পুরস্কার
সেরা শর্টফিল্ম (ফিকশন): জাহান
সেরা পরিচালক: সাক্ষী গুরনানি (গ্রে)
সেরা অভিনেতা: মানব কৌল (ফির কাভি)
সেরা অভিনেত্রী: ম্রুনাল ঠাকুর (জাহান)
সেরা শর্টফিল্ম (দর্শক পছন্দ): সৌল-কাধি
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস