Connect with us

টালিউড

ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পেলেন জয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জয়া আহসান (ছবি: ফিল্মফেয়ার)

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনন্দনের বন্যায় ভাসছেন! এবারের ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডসে (পশ্চিমবঙ্গ) ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার (বর্ষসেরা চিরায়ত রানি) খেতাব পেয়েছেন তিনি। এবারই প্রথম এই স্বীকৃতি উঠলো তার হাতে।

ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের আয়োজনে গতকাল (১৭ মার্চ) কলকাতার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে জয়ার হাতে পুরস্কার তুলে দেন পরিচালক সৃজিত মুখার্জি। এরপর বাংলাদেশে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দনে সিক্ত করেছেন তাকে।

জয়া আহসান (ছবি: ফিল্মফেয়ার)

পুরস্কার হাতে তোলা নিজের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জয়া লিখেছেন, ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডসে (পশ্চিমবঙ্গ) ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে ভালো লাগছে। আমাকে এই স্বীকৃতি দেওয়ায় ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার পেলে বরাবরই বিশেষ অনুভূতি হয় আমার। এটি আমার দীর্ঘ পথচলায় একটি নতুন সংযোজন।’

জয়া আহসান (ছবি: ফিল্মফেয়ার)

জয়া আহসান (ছবি: ফিল্মফেয়ার)

জমকালো অনুষ্ঠানের লালগালিচায় অলিভ রঙের গাউন পরে হাজির হন জয়া আহসান। সেই ছবি ফিল্মফেয়ারের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, ‘ডিভা এসে গেছে!’

জয়া আহসান (ছবি: ফিল্মফেয়ার)

জয়ার পাশাপাশি বিভিন্ন শাখায় পুরস্কার বিজয়ীরা হলেন–মোস্ট স্টাইলিশ তারকা (নারী) শুভশ্রী গাঙ্গুলি, মোস্ট স্টাইলিশ তারকা (পুরুষ) জিৎ,বর্ষসেরা ট্রেইলব্লেজার জিৎ, বর্ষসেরা ট্রেন্ডসেটার মিমি চক্রবর্তী, স্টাইল আইকন (পুরুষ) প্রসেনজিৎ, স্টাইল আইকন (নারী) ঋতুপর্ণা সেনগুপ্ত, বর্ষসেরা রেড কার্পেট লুক (পুরুষ) অঙ্কুশ হাজরা, বর্ষসেরা রেড কার্পেট লুক (নারী) ঐন্দ্রিলা সেন, মোস্ট গ্ল্যামারাস তারকা (নারী) কোয়েল মল্লিক, মোস্ট গ্ল্যামারাস তারকা (পুরুষ) দেব, মোস্ট ফ্যাশনেবল তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত, মোস্ট ফ্যাশনেবল তারকা (পুরুষ) পরমব্রত চট্টোপাধ্যায়, মোস্ট ফ্যাশনেবল তারকা (নারী) রাইমা সেন, ইমার্জিং ফেস অব ফ্যাশন (নারী) অঙ্গনা রায়, ইমার্জিং ফেস অব ফ্যাশন (পুরুষ) শন ব্যানার্জি, বর্ষসেরা হটস্টেপার (নারী) রুক্মিনী মৈত্র, বর্ষসেরা হটস্টেপার (পুরুষ) অর্জুন চক্রবর্তী, ওম্যান অব স্টাইল অ্যান্ড সাবস্ট্যান্স স্বস্তিকা মুখার্জি, ম্যান অব স্টাইল অ্যান্ড সাবস্ট্যান্স আবির চট্টোপাধ্যায়, ফিট অ্যান্ড ফেবিউলাস (নারী) পাওলি দাম, ফিট অ্যান্ড ফেবিউলাস (পুরুষ) টোটা রয় চৌধুরী, মোস্ট গ্ল্যামারস ইয়ুথ আইকন (পুরুষ) বিক্রম চ্যাটার্জি, মোস্ট গ্ল্যামারস ইয়ুথ আইকন (নারী) সৌরসেনী মৈত্র, আল্টিমেট ডিভা টাইমলেস বিউটি রূপা গাঙ্গুলি, স্টাইল আইকন ডাউন দ্য ইয়ারস শর্মিলা ঠাকুর, বর্ষসেরা ফ্যাশন রিস্ক-টেকার মনামি ঘোষ, স্পোর্টস আইকন সৌরভ গাঙ্গুলি, মোস্ট স্টাইলিশ পরিচালক রাজ চক্রবর্তী, বর্ষসেরা হটেস্ট তারকা (পুরুষ) দেব, বর্ষসেরা হটেস্ট তারকা (নারী) রাইমা সেন, আল্টিমেট ডিভা গায়িকা ঊষা উত্থুপ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ