বলিউড
ফিল্মফেয়ারে সেরা রণবীর-কৃতি-ভিকি

রণবীর সিং, কৃতি শ্যানন ও ভিকি কৌশল (ছবি: ইনস্টাগ্রাম)
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এবারের ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় মঙ্গলবার। প্রতিবারের মতো এবারেও তারকাদের মধ্য়ে এই অ্যাওয়ার্ড নিয়ে অপেক্ষা ছিল অধীরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা আরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। রেড কার্পেট মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল এবং দিয়া মির্জারা।
তাপসী পান্নু, ইয়ামি গৌতমের গ্ল্যামারাস অবতারও ছিল দেখার মতো। এবারের ফিল্মফেয়ার সঞ্চালনা করেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।

স্ত্রী দীপিকার হাত ধরে মঞ্চে রণবীর সিং (ছবি: ইনস্টাগ্রাম)
দেখে নিন ফিল্মফেয়ারে এবার সেরার তালিকা-
সেরা অভিনেতা- রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী- কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচকদের নজরে)- ভিকি কৌশল (সর্দার উধম)
সেরা অভিনেত্রী (সমালোচকদের নজরে)- বিদ্যা বালান (শেরনি)
সেরা পরিচালক- বিষ্ণুবর্ধন (শেরশাহ)
সেরা ছবি (পপুলার)- শেরশাহ
সেরা ছবি (ক্রিটিক)- সর্দার উধম
সেরা সহ-অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

ভিকি কৌশল (ছবি: ইনস্টাগ্রাম)
সেরা সহ-অভিনেত্রী- সাই তমহাঙ্গার (মিমি)
সেরা গল্প- অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও তুষার পারাঞ্জাপে (চণ্ডীগড় করে আশিকি)
সেরা ডায়লগ- দিবাকর বন্দ্যোপাধ্যায় আর বরুণ গ্রোভার (সন্দীপ অর পিঙ্কি ফারার)
সেরা চিত্রনাট্য- শুভেন্দু ভট্টাচার্য আর রীতেশ শাহ (সর্দার উধম)
সেরা নবাগত অভিনেতা- ইহান ভাটফর (৯৯ সংস)
সেরা নবাগতা অভিনেত্রী- শর্বরী বাগ (বান্টি অর বাবলি ২)
সেরা মিউজিক অ্যালবাম- তানিষ্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মোনত্রোস (শেরশাহ)
সেরা লিরিক্স- কৌসর মুনির-লেহেরা দো (৮৩)
সেরা গায়ক- বি প্রাক- মন ভরেয়া২.০ (শেরশাহ)

আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত তারকাদের একাংশ (ছবি: ইনস্টাগ্রাম)
সেরা গায়িকা- আসিস কৌর- রাতা লম্বিয়া (শেরশাহ)
সেরা অ্যাকশন- শেরশাহ
সেরা ব্য়াকগ্রাউন্ড মিউজিক- শান্তনু মৈত্র (সর্দার উধম)
সেরা কোরিওগ্রাফি- বিজয় গাঙ্গুলী- চকা চক (অতরঙ্গি রে)
সেরা সিনেমাটোগ্রাফি- অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
সেরা কস্টিউম- সর্দার উধম
সেরা এডিটিং- শেরশাহ
জীবনোত্তর সম্মান- সুভাষ ঘাই
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস