Connect with us

হলিউড

বক্স অফিসে রেকর্ড গড়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার পোস্টারে হিউ জ্যাকম্যান ও রায়ান রিনোল্ডস (ছবি: ডিজনি)

মারভেল স্টুডিওসের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ বক্স অফিসে রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে মুক্তির প্রথম সপ্তাহে এর টিকিট বিক্রি থেকে এসেছে ২০ কোটি ৫০ লাখ ডলার (২ হাজার ৪১০ কোটি টাকা)। চলতি বছর উত্তর আমেরিকায় সেরা ওপেনিং (মুক্তির দিন থেকে প্রথম রবিবার পর্যন্ত) এটাই। সর্বকালের হিসাবে প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় এটি আছে আট নম্বরে।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মারভেলের প্রথম আর-রেটেড সিনেমা। আর-রেটেড (প্রাপ্তবয়স্কদের উপযোগী) সিনেমা হিসেবেও মুক্তির প্রথম সপ্তাহে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেডপুল’-এর ১৩ কোটি ৪০ লাখ ডলার (১ হাজার ৫৭৫ কোটি টাকা) আয়কে টপকে গেছে নতুন সিনেমাটি। পরিবেশনা সংস্থা ওয়াল্ট ডিজনি এই তথ্য জানিয়েছে।

গত ২৪ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। উত্তর আমেরিকার বাইরে বিশ্বের অন্যান্য দেশে টিকিট বিক্রি থেকে এসেছে ২৩ কোটি ৩৩ লাখ ডলার (২ হাজার ৭৪২ কোটি টাকা)।

হিউ জ্যাকম্যান ও রায়ান রিনোল্ডস (ছবি: ডিজনি)

ডেডপুল চরিত্রে যথারীতি অভিনয় করেছেন কানাডিয়ান তারকা রায়ান রিনোল্ডস। উলভারিনের ভূমিকায় অনেকদিন পর বড় পর্দায় ফিরেছেন অস্ট্রেলিয়ান তারকা হিউ জ্যাকম্যান।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমায় রায়ান রিনোল্ডস ও হিউ জ্যাকম্যান (ছবি: ডিজনি)

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ দেখতে সিনেমাহলে ভিড় করায় ভক্তদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়েছেন রায়ান রিনোল্ডস। তার বন্ধু গায়িকা টেলর সুইফট গত সপ্তাহে দর্শকদের সিনেমাহলে যাওয়ার আহ্বান জানান। তার মতে, রায়ান রিনোল্ডস ক্যারিয়ারসেরা নৈপুণ্য দেখিয়েছেন নতুন পর্বে।’

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার পোস্টার (ছবি: ডিজনি)

নতুন গল্পে দেখা যায়, ডেডপুল নিজের সুপারহিরো অতীত থেকে পালানোর চেষ্টা করছে। কিন্তু মাল্টিভার্সের কারণে উলভারিনের সঙ্গে দেখা হয়ে যায় তার।

‘ডেডপুল’কেন্দ্রিক তৃতীয় সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ পরিচালনা করেছেন শন লেভি। ২০১৮ সালে মুক্তি পায় ডেভিড লিচ পরিচালিত ‘ডেডপুল টু’।

হিউ জ্যাকম্যান ও রায়ান রিনোল্ডস (ছবি: ডিজনি)

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ বলা চলে মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সকে (এমসিইউ) পুনরুজ্জীবিত করলো। কারণ গত বছর ‘দ্য মারভেলস’ মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে মাত্র ৪ কোটি ৭০ লাখ ডলার (৫৫২ কোটি টাকা) আয় করতে পেরেছে। এমসিইউ’র সবচেয়ে নিম্ন ওপেনিং এটাই।

ডিজনির আরেক সিনেমা ‘ইনসাইড আউট টু’ গত জুনে উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহে ১৫ কোটি ৪২ লাখ ডলার (১ হাজার ৮১৫ কোটি টাকা) আয় করে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ