Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বক্স অফিসে সুনামি তুলেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কেজিএফ: চ্যাপ্টার টু
‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার দৃশ্যে ইয়াশ (ছবি: এক্সেল)

রেকর্ড! রেকর্ড! রেকর্ড! ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র অসাধারণ ব্যবসায়িক সাফল্যে এই শব্দ উচ্চারিত হচ্ছে ঘুরেফিরে। সিনেমাটি ভারতের সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী বক্স অফিসে রীতিমতো সুনামি তুলেছে রকি ভাই! ফলে প্রতিদিনই নতুনভাবে লেখা হচ্ছে রেকর্ড বুক।

ভারতের বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালান টুইটারে জানিয়েছেন, মুক্তির প্রথম চার দিনে সব সংস্করণ মিলিয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। এটি মোট আয় করেছে ৫৫১ কোটি ৮৩ লাখ রুপি। এর মধ্যে প্রথম দিন ১৬৫ কোটি ৩৭ লাখ রুপি, দ্বিতীয় দিন ১৩৯ কোটি ২৫ লাখ রুপি, তৃতীয় দিন ১১৫ কোটি ৮ লাখ রুপি এবং চতুর্থ দিনে এসেছে ১৩২ কোটি ১৩ লাখ রুপি।

কেজিএফ: চ্যাপ্টার টু

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার দৃশ্যে ইয়াশ (ছবি: এক্সেল)

‘কেজিএফ: চ্যাপ্টার টু’র হিন্দি-ডাব সংস্করণ বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে বলিউডেরও সব সিনেমাকে ছাড়িয়ে গেছে এটি।

ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানিয়েছেন, মুক্তির প্রথম চার দিনে সিনেমাটির হিন্দি সংস্করণ আয় করেছে ১৯৩ কোটি ৯৯ লাখ রুপি। এরমধ্যে বৃহস্পতিবার ৫৩ কোটি ৯৫ লাখ, শুক্রবার ৪৬ কোটি ৭৯ লাখ, শনিবার ৪২ কোটি ৯০ লাখ রুপি এবং রবিবার এসেছে ৫০ কোটি ৩৫ লাখ রুপি।

হিন্দি সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডধারী এখন ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ (৫৩ কোটি ৯৫ লাখ রুপি)। এটি হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়ার’ (৫১ কোটি ৬০ লাখ) এবং আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ (৫০ কোটি ৭৫ লাখ রুপি) সিনেমা দুটিকে টপকে গেছে এটি।

কেজিএফ: চ্যাপ্টার টু

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার দৃশ্যে ইয়াশ (ছবি: এক্সেল)

মুক্তির প্রথম দিনে সারা ভারতে সব ভাষার সংস্করণ মিলিয়ে ১৩৪ কোটি ৫০ লাখ রুপি আয় করে রেকর্ড গড়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত এসএস রাজামৌলির ‘আরআরআর’ মুক্তির প্রথম সপ্তাহে পেয়েছিল ১৩২ কোটি ৫৯ লাখ রুপি। এরমধ্যে ১০০ কোটি রুপির মাইলফলক পেরোতে এর লেগেছে পাঁচ দিন। যেখানে প্রথম দুই দিনেই ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র হিন্দি সংস্করণের আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে।

এসএস রাজামৌলির আরেক সিনেমা ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ তিন দিনে আয় করেছিল ১২৮ কোটি রুপি। সেই সিনেমার ২০০ কোটি রুপি আয় করতে লেগেছিল ছয় দিন। ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ পঞ্চম দিনেই ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। ফলে সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ কোটি রুপির অভিজাত ক্লাবে ঢুকলো এটি।

কেজিএফ: চ্যাপ্টার টু

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার দৃশ্যে ইয়াশ (ছবি: এক্সেল)

ভারতের মাত্র তিনটি ছবি বিশ্বব্যাপী হাজার কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে। এগুলো হলো ‘দঙ্গল’ (২ হাজার ২৪ কোটি রুপি), ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ (১ হাজার ৮১০ কোটি রুপি) এবং ‘আরআরআর’ (১ হাজার ৮২ কোটি রুপি)।

তিন প্যান-ইন্ডিয়া (দক্ষিণী) সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘আরআরআর’ এবং ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ অল্প সময়ে টাকার মেশিনে পরিণত হয়ে খবরের শিরোনামে। বিশাল ক্যানভাসে নির্মিত ভারতের বাণিজ্যিক সিনেমার জাদু দর্শকদের আবারও হলমুখো হতে প্রলুব্ধ করেছে।

কেজিএফ: চ্যাপ্টার টু

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার পোস্টার

গত ১৪ এপ্রিল বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। এটি হলো ২০১৮ সালে মুক্তি পাওয়া কন্নড় ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ (কোলার গোল্ড ফিল্ডস) সিনেমার সিক্যুয়েল। দুটিই পরিচালনা করেছেন প্রশান্ত নীল।

কেজিএফ: চ্যাপ্টার টু

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার দৃশ্যে সঞ্জয় দত্ত (ছবি: এক্সেল)

নতুন পর্বেও রকি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ। আগের সিনেমায় দেখা যায়, নিম্নবিত্ত এক তরুণ ক্রমে একজন বিপজ্জনক গ্যাংস্টারে পরিণত হয়। দ্বিতীয় পর্বের গল্পে রকি তার অর্জিত সোনার খনির সাম্রাজ্যকে মজবুত রাখার চেষ্টা করে যায়। ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি প্রযোজিত সিনেমাটি তৈরিতে খরচ হয়েছে ১০০ কোটি রুপি।

রাভিনা ট্যান্ডন

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার দৃশ্যে রাভিনা ট্যান্ডন

২ ঘণ্টা ২৮ মিনিট ব্যাপ্তির সিক্যুয়েলে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজ, মালাবিকা অবিনাশ, জন কোকেন এবং স্মরণ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ