বলিউড
‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েলে সালমানের নায়িকা পূজা

পূজা হেগড়ে ও সালমান খান (ছবি: টুইটার)
বলিউড সুপারস্টার সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫) মুক্তির পর বিশাল ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। এতে তার সঙ্গে অভিনয় করেন কারিনা কাপুর খান ও শিশুশিল্পী হারশালি মালহোত্রা। একজন সাধারণ ভারতীয় তরুণ পবন এবং বাকশক্তিহীন পাকিস্তানি মেয়ে মুন্নির মধ্যে অন্যরকম বন্ধন নিয়ে সাজানো সিনেমাটি সবার হৃদয় নাড়া দিয়েছে।
গত বছর ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল হিসেবে ‘পবন পুত্র’র নাম ঘোষণায় সালমান ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। ৫৭ বছর বয়সী এই অভিনেতাকে আবার পবন চরিত্রে দেখা যাবে বলে সবাই উচ্ছ্বসিত। কিন্তু অনেকদিন ধরে এর কোনো আপডেট পাওয়া যায়নি।

সালমান খান ও পূজা হেগড়ে (ছবি: টুইটার)
অবশেষে জানা গেছে, ‘পবন পুত্র’ সিনেমায় অভিনয়ের জন্য পূজা হেগড়ে চূড়ান্ত হয়েছেন। অন্যভাবে বলা যায়, নায়িকা হিসেবে কারিনা কাপুরের স্থলাভিষিক্ত হচ্ছেন ৩২ বছর বয়সী এই তারকা। তবে কারিনা যে চরিত্রে অভিনয় করেছেন পূজা সেই একই ভূমিকায় দর্শকদের সামনে আসবেন কিনা তা জানা যায়নি।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় পূজা হেগড়ে ও সালমান খান (ছবি: টুইটার)
চমকপ্রদ ব্যাপার হলো, সালমানের আগামী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রধান নায়িকা পূজা হেগড়ে। এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। ফরহাদ সামজির পরিচালনায় সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, পলক তিওয়ারি, শেহনাজ গিল, ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, ভাগ্যাশ্রী। একটি গানে দেখা যাবে দক্ষিণী তারকা রামচরণকে।
এদিকে সালমান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ চলতি বছরের ১০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে যথারীতি থাকছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে আরেক সুপারস্টার শাহরুখ খানকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস