নাটক
বড়দিনে ত্রিভুজ প্রেমের গল্পে তৌসিফ, সাদিয়া ও আইশা

‘লাভ মি টু’ নাটকে সাদিয়া আইমান, তৌসিফ মাহবুব ও আইশা খান (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
ছোট পর্দার তিন তারকা তৌসিফ মাহবুব, সাদিয়া আইমান ও আইশা খান ত্রিভুজ প্রেমের একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন। এর নাম রাখা হয়েছে ‘লাভ মি টু’। এতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন বন্ধুর ভূমিকায় দেখা যাবে তাদের, যারা পরে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে।
গল্পে তৌসিফের চরিত্রের নাম রাদিফ আহসান। বাবা-মায়ের একমাত্র ছেলে সে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান নিয়ে শেষ বর্ষে পড়াশোনা করছে। ছেলে হিসেবে রাদিফকে সবারই পছন্দ। তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে অনেকে মনে মনে স্বপ্ন বোনে।

‘লাভ মি টু’ নাটকে তৌসিফ মাহবুব ও আইশা খান (ছবি: আকিব রহমান)
রাদিফের দুই বন্ধু মেধা ও ফাইজা। সাদিয়া আইমানকে মেধা ও আইশা খানকে ফাইজা চরিত্রে দেখা যাবে। মেধার তুলনায় রাদিফ ও ফাইজার পরিবার বেশ সচ্ছল। তবে অর্থবিত্ত কখনোই তাদের বন্ধুত্বে বড় হয়ে দাঁড়ায় না। তিনজনের বন্ধুত্ব দেখে একেকজন একেকরকম মন্তব্য করে। কেউ কেউ ভাবে, মেধা ও ফাইজার সঙ্গে রাদিফের প্রেম। একপর্যায়ে সত্যিই রাদিফ ও ফাইজা একে অপরের প্রতি আলাদা অনুভূতি প্রকাশ করে। শুরু হয় বন্ধুত্বের পাশাপাশি ভালোবাসার পথচলা। এদিকে মেধা শুরু থেকে রাদিফকে নিজের মনে লালন করে। রাদিফকে ঘিরেই তার সব স্বপ্ন। পরের গল্পটা দেখা যাবে নাটকে।

‘লাভ মি টু’ নাটকের শুটিংয়ে (বাঁ থেকে) আইশা খান, সাজ্জাদ হোসেন বাপ্পি, তৌসিফ মাহবুব ও সাদিয়া আইমান (ছবি: আকিব রহমান)
‘লাভ মি টু’ লিখেছেন ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের দর্শকদের কথা ভেবে রোমান্টিক নাটকটি তৈরি করেছি। তৌসিফ মাহবুব, সাদিয়া আইমান ও আইশা খান দারুণ কাজ করেছেন। তাদের সাবলীল অভিনয় আমার কাজটা সহজ করে দিয়েছে।’

‘লাভ মি টু’ নাটকে আইশা খান, তৌসিফ মাহবুব ও সাদিয়া আইমান (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
‘লাভ মি টু’তে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, সমু চৌধুরী, সাবেরি আলম, মুন্না আহসানসহ অনেকে।

‘লাভ মি টু’ নাটকে আইশা খান ও মুন্না আহসান (ছবি: সিনেমাওয়ালা নিউজ)(ছবি: আকিব রহমান)
সম্প্রতি ঢাকার উত্তরা, দিয়াবাড়ি ও টঙ্গীতে এর শুটিং হয়েছে। আবহ সংগীত করেছেন শুভ্র রাহা। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস