ঢালিউড
বড় পর্দায় অপু বিশ্বাস বনাম দীঘি
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘি বড় পর্দায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ (১৬ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে তাদের পৃথক দুটি সিনেমা। অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ এবং দীঘি অভিনীত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। দুটোই সরকারি অনুদান পেয়েছে। দুটোই ২৩টি করে সিনেমাহলে চলছে। সিনেমাহলের সংখ্যার দিক দিয়ে সমান অবস্থানে আছেন দুই নায়িকাই। কোন ছবিটি দর্শকদের মন জয় করতে পারে সেটাই দেখার বিষয়।
চা শ্রমিকদের জীবনযাপন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অপুর সঙ্গে ১৫ বছর পর আবার জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেন। চা শ্রমিক চরিত্রে মানিয়ে নিতে গায়ের রঙ কালো করতে হয়েছে তাদের। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও শ্রীমঙ্গল চা-বাগানে শুটিং হয়েছে।
বন্ধন বিশ্বাসের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, আজম খান, ইকবাল বাবু, মৌ শিখা, জাহিদ ইসলাম, সোহেল রানা, সাহেলা আক্তার, হাবিব, স্বাধীন ও মিন্টু। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অনুপম কথাচিত্রের নিবেদনে সিনেমাটি প্রযোজনা করেছেন অনুপ কুমার বড়ুয়া।
অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনয় না করলেও ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় ‘সুখ নাই’ শিরোনামের একটি গান গেয়েছেন। অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, বেলাল খান, ইমরান মাহমুদুল, কিশোর দাস ও নাবিলা। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, বেলাল খান। ‘চা বাগানের কোলেতে’ গানটি লিখেছেন সোমেশ্বর অলি। ‘ল সই তুলি তুলি’, ‘সুখ নাই’ ও ‘এইনা পাহাড় এইনা পাতা’ গান তিনটি লিখেছেন পরিচালক বন্ধন বিশ্বাস।
অন্যদিকে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় দীঘির নায়ক গাজী আবদুন নূর। এর গল্পে দেখা যাবে, আমেরিকায় বেড়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল এবং গ্রামের সরল ও পরোপকারী শুভ ভালোবাসে সুন্দরী তরুণী মৌকে।
আবদুস সামাদ খোকনের সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘শ্রাবণ জ্যোৎস্নায়’তে আরো অভিনয় করেছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার, বাপ্পা শান্তনু ও সাদিয়া শিমুল। ইভেন্ট প্লাসের নিবেদনে সিনেমাটি প্রযোজনা করেছেন তামান্না সুলতানা।
‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান ব্যবহার করা হয়েছে। এগুলো গেয়েছেন মনির খান, অণিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, অনুরাধা সেনগুপ্ত, ইউসুফ খান, টুনটুন বাউল। সংগীতায়োজনে মিল্টন খন্দকার। আবহ সংগীত করেছেন বিনোদ রায় দাশ। মৌলিক গানটি লিখেছেন পরিচালক আবদুস সামাদ খোকন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস