Connect with us

ঢালিউড

বড় পর্দায় অপু বিশ্বাস বনাম দীঘি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার পোস্টার (ছবি: অনুপম কথাচিত্র ও ইভেন্ট প্লাস)

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘি বড় পর্দায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ (১৬ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে তাদের পৃথক দুটি সিনেমা। অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ এবং দীঘি অভিনীত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। দুটোই সরকারি অনুদান পেয়েছে। দুটোই ২৩টি করে সিনেমাহলে চলছে। সিনেমাহলের সংখ্যার দিক দিয়ে সমান অবস্থানে আছেন দুই নায়িকাই। কোন ছবিটি দর্শকদের মন জয় করতে পারে সেটাই দেখার বিষয়।

চা শ্রমিকদের জীবনযাপন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অপুর সঙ্গে ১৫ বছর পর আবার জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেন। চা শ্রমিক চরিত্রে মানিয়ে নিতে গায়ের রঙ কালো করতে হয়েছে তাদের। চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও শ্রীমঙ্গল চা-বাগানে শুটিং হয়েছে।

‘ছায়াবৃক্ষ’ সিনেমার পোস্টার (ছবি: অনুপম কথাচিত্র)

বন্ধন বিশ্বাসের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, আজম খান, ইকবাল বাবু, মৌ শিখা, জাহিদ ইসলাম, সোহেল রানা, সাহেলা আক্তার, হাবিব, স্বাধীন ও মিন্টু। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অনুপম কথাচিত্রের নিবেদনে সিনেমাটি প্রযোজনা করেছেন অনুপ কুমার বড়ুয়া।

‘ছায়াবৃক্ষ’র সিনেমাহলের তালিকা (ছবি: অনুপম কথাচিত্র)

অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনয় না করলেও ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় ‘সুখ নাই’ শিরোনামের একটি গান গেয়েছেন। অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, বেলাল খান, ইমরান মাহমুদুল, কিশোর দাস ও নাবিলা। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, বেলাল খান। ‘চা বাগানের কোলেতে’ গানটি লিখেছেন সোমেশ্বর অলি। ‘ল সই তুলি তুলি’, ‘সুখ নাই’ ও ‘এইনা পাহাড় এইনা পাতা’ গান তিনটি লিখেছেন পরিচালক বন্ধন বিশ্বাস।

‘শ্রাবণ জ্যোৎস্নায়’র সিনেমাহলের তালিকা (ছবি: ইভেন্ট প্লাস)

অন্যদিকে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় দীঘির নায়ক গাজী আবদুন নূর। এর গল্পে দেখা যাবে, আমেরিকায় বেড়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল এবং গ্রামের সরল ও পরোপকারী শুভ ভালোবাসে সুন্দরী তরুণী মৌকে।

আবদুস সামাদ খোকনের সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘শ্রাবণ জ্যোৎস্নায়’তে আরো অভিনয় করেছেন মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার, বাপ্পা শান্তনু ও সাদিয়া শিমুল। ইভেন্ট প্লাসের নিবেদনে সিনেমাটি প্রযোজনা করেছেন তামান্না সুলতানা।

‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার পোস্টার (ছবি: ইভেন্ট প্লাস)

‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান ব্যবহার করা হয়েছে। এগুলো গেয়েছেন মনির খান, অণিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, অনুরাধা সেনগুপ্ত, ইউসুফ খান, টুনটুন বাউল। সংগীতায়োজনে মিল্টন খন্দকার। আবহ সংগীত করেছেন বিনোদ রায় দাশ। মৌলিক গানটি লিখেছেন পরিচালক আবদুস সামাদ খোকন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ