Connect with us

টালিউড

বড় পর্দায় অপূর্বর ফেরার দিনে কলকাতার নারীদের উন্মাদনা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘চালচিত্র’তে জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: ফ্রেন্ডস কমিউনিকেশন)

বড় পর্দায় আট বছর পর ফিরলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে দেশে নয়, পশ্চিমবঙ্গে আজ (২০ ডিসেম্বর) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘চালচিত্র’। তার জন্য কলকাতার নারীদের মধ্যে উন্মাদনা দেখা গেছে।

গতকাল (২০ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন অপূর্ব। এতে দেখা যায়, কলকাতার নারী দর্শকরা ‘চালচিত্র’তে এই তারকার গালভর্তি দাড়ির ছবি হাতে নিজেদের ভালো লাগা প্রকাশ করছেন।

ওপার বাংলার তারকা দেব অভিনীত ‘খাদান’, মিঠুন চক্রবর্তীর ‘সন্তান’ আর ‘৫নং স্বপ্নময় লেন’ নামের আরো তিনটি সিনেমা এসেছে বড় পর্দায়। এগুলোকে শুভকামনা জানিয়েছেন অপূর্ব। গত ১৮ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “২০ ডিসেম্বর কলকাতায় আমার অভিনীত ‘চালচিত্র’র সঙ্গে মুক্তি পাচ্ছে ‘খাদান’, ‘সন্তান’ ও ‘৫ নং স্বপ্নময় লেন’। প্রতিটি সিনেমার জন্যই অনেক শুভকামনা।”

গত ১৯ ডিসেম্বর ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে অপূর্ব উল্লেখ করেছেন, ‘চালচিত্র’তে সাসপেন্স, নাটকীয়তা ও থ্রিলের স্বাদ পাওয়া যাবে।

প্রতিম ডি গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’র ট্রেলার প্রকাশিত হয় গত ১৩ ডিসেম্বর। তবে এতে অপূর্বর দৃশ্যগুলোর ডাবিং করেছেন অন্য একজন। পরে ১৮ ডিসেম্বর তার ডাবিং করা কণ্ঠ সংযুক্ত করে আবার প্রকাশিত হয় সিনেমাটির ট্রেলার।

‘চালচিত্র’তে রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। ট্রেলারে দেখা যায়, তাকে জেলহাজতে জিজ্ঞাসাবাদ করেন একজন পুলিশ কর্মকর্তা। সিনেমাটির গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক নারী খুন হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চার কর্মকর্তা এসব খুনের রহস্য উদ্ঘাটন করতে নামে। তদন্তে দেখা যায়, খুনের পরে যেভাবে শরীরগুলো সাজিয়ে রাখা হয়, তার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি মামলার মিল রয়েছে!

জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: ওয়ান ক্লিক)

সিনেমাটিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় আছেন চার অভিনয়শিল্পী টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বসু ও ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ খ্যাত অভিনেতা শান্তনু মহেশ্বরী। এছাড়া আছেন রাইমা সেন, তনিকা বসু, প্রিয়া ব্যানার্জি, স্বস্তিকা দত্ত প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু, দেবেশ চট্টোপাধ্যায়, সুমন্ত মুখার্জি, সুচিত্রা রায়চৌধুরী, অক্ষয় কাপুর। গান ও আবহ সংগীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র। প্রযোজনায় কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফিরদাউসুল হাসান ও প্রবাল হালদার।

জিয়াউল ফারুক অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: ফেসবুক)

এদিকে সিনেমা মুক্তির দিনে ঢাকাতেই আছেন অপূর্ব। কয়েকদিন আগে ‘হাউ সুইট’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং করতে গিয়ে আহত হন তিনি। এ কারণে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে তাকে। এখন অবশ্য সুস্থ আছেন এই তারকা।

দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ঢালিউডের একটি মাত্র পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব। ২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর অনেক প্রস্তাব পেলেও সিনেমায় আর কাজ করেননি অপূর্ব। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের মন জয় করেছেন এই তারকা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ