সিনেমা হল
‘প্রিয় মালতী’ আসছে ২০ ডিসেম্বর, মেহজাবীনের সিনেমা দেখতে পারবেন সব বয়সীরা

‘প্রিয় মালতী’র দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিষেক হচ্ছে বড় পর্দায়। আগামী ২০ ডিসেম্বর দেশের সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘প্রিয় মালতী’। সিনেমাটির দুই প্রযোজক আদনান আল রাজীব ও রেদওয়ান রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের কাছ থেকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘প্রিয় মালতী’। ফলে সব বয়সী দর্শকরা দেখতে পারবেন সিনেমাটি।
১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবার বড় পর্দায় হাজির হবেন মেহজাবীন। ‘প্রিয় মালতী’তে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। তার চরিত্রের পুরো নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করে সে। নিম্ন-মধ্যবিত্ত এই দম্পতি সংসার জীবনে ছোট ছোট স্বপ্ন বুনতে থাকে। বিয়েবার্ষিকী উপলক্ষে নৌকায় ভেসে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিলো সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে অগ্নিকাণ্ডের পর ছন্দপতন হয়।

‘প্রিয় মালতী’র দৃশ্যে রিজভী রিজু ও মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)
‘প্রিয় মালতী’র মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনিই এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন। তার কথায়, ‘মালতী চরিত্রটি সংগ্রামী। সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। গল্পে পরিচালক প্রশ্ন রেখেছেছেন, একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে?
শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘সিনেমার গল্পটি সত্যি ঘটনায় অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমনই কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা-সংগ্রাম শুধু তার একার না, এগুলো দেশের মানুষের সমস্যা-সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এই শহরে শ্বশুরবাড়ি, সমাজ ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয় তাকে।’

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে (বাঁ থেকে) রেদওয়ান রনি, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্ত (ছবি: চরকি)
এর আগে ওটিটি কনটেন্ট প্রযোজনা করলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রযোজনা করলেন আদনান আল রাজীব। তিনি বলেন, ‘আমরা পরিশ্রম করে যা বানিয়েছি, আশা করছি সেটি মানুষ দেখবে। একইসঙ্গে তাদের মন্তব্য জরুরি। সিনেমাটি দেখলে সবাই একটি অনুভূতি পাবেন বলে আমি মনে করি। সিনেমাটি দর্শকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে পারলে আমরা সার্থক হবো। যারা গল্পের সিনেমা পছন্দ করেন এবং অনেকদিন সিনেমাহলে আসেন না, তারা ‘প্রিয় মালতী’ দেখলে হতাশ হবেন না।”

কায়রো উৎসবের লালগালিচায় ‘প্রিয় মালতী’ টিম।
ইতোমধ্যে কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) প্রদর্শিত হয়েছে ‘প্রিয় মালতী’। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই এটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হলেও এর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন বিভিন্ন দেশের দর্শকরা। সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন মেহজাবীন চৌধুরী, শঙ্খ দাসগুপ্ত. ফজলে হাসান শিশির, ফ্রেম পার সেকেন্ড ও চরকি।

‘প্রিয় মালতী’র পোস্টারে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)
‘প্রিয় মালতী’তে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। চিত্রগ্রহণে বরকত হোসেন পলাশ। এর সংগীত পরিচালনা করেছেন রুসলান রেহমান।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছোট পর্দার গণ্ডি পেরিয়ে মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লিখিয়েছেন। তবে তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পাচ্ছে আগে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস