ঢালিউড
বন্যার ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি: জয়া আহসান

জয়া আহসান (ছবি: ফেসবুক)
সিলেট ও সুনামগঞ্জে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সুনামগঞ্জ শহর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোবিজ তারকাদের উদ্বেগ চোখে পড়ার মতো।
শনিবার (১৮ জুন) সিলেটের বন্যা পরিস্থিতির কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান। তিনি লিখেছেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ, ইন্টারনেট। এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবার জন্য প্রার্থনা করছি।’
জয়ার প্রার্থনা, ‘শিগগিরই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সব মানুষ ও পশু-পাখি সুরক্ষিত থাকুক।’
প্রশাসনের সঙ্গে সবাইকে সাধ্যমতো বানভাসিদের পাশে থাকার প্রচেষ্টা রাখার আহ্বান জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা, ‘দেশের সবাই এগিয়ে আসুন এবং সবাই মিলে একসঙ্গে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস