Connect with us

টালিউড

‘বরবাদ’ সিনেমায় শাকিবের সঙ্গে কে এই রিয়া?

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাকিব খান ও রিয়া গাঙ্গুলী (ছবি: ইনস্টাগ্রাম)

ঢালিউড সুপারস্টার শাকিব খান ‘বরবাদ’ সিনেমায় ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন। জানা গেছে, এই সিনেমায় ওপারের আরেক নায়িকাকে দেখা যাবে। তার নাম রিয়া গাঙ্গুলী।

শাকিবের সঙ্গে একফ্রেমে থাকতে পেরে আনন্দিত রিয়া গাঙ্গুলী। তিনি মূলত কলকাতার ছোট পর্দার অভিনেত্রী। ‘মিঠিঝোরা’, ‘অমর সঙ্গী’ ধারাবাহিক নাটকে তার উপস্থিতি দর্শকদের বাহবা পেয়েছে।

রিয়া গাঙ্গুলী (ছবি: ইনস্টাগ্রাম)

জানা গেছে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার নায়িকা ইধিকা পালের বড় বোনের ভূমিকায় দেখা যাবে রিয়াকে। তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। কলকাতা ও মুম্বাইয়ে শুটিং করেছেন তিনি। মেকআপ ছাড়াই পর্দায় হাজির হতে দেখা যাবে তাকে।

গত বছরের ১৮ ডিসেম্বর ‘বরবাদ’-এর প্রথম মোশন পোস্টারে শাকিবের লুক প্রকাশিত হয়। এতে উল্লেখ রয়েছে, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

‘বরবাদ’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি)

প্রথম ঝলকটি প্রকাশের পরপরই ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। শাকিবিয়ানরা প্রিয় নায়ককে নতুন লুকে দেখে বেজায় খুশি! বিশেষ করে তার ‘চুপ’ ইশারা ভাইরাল হয়েছে।

ইধিকা পাল (ছবি: ফেসবুক)

রিয়েল এনার্জির প্রযোজনায় গত অক্টোবরে অ্যাকশনধর্মী সিনেমাটির শুটিং শুরু হয়। ভারতের মুম্বাইয়ে এর বেশিরভাগ দৃশ্যের কাজ হয়েছে। ‘প্রিয়তমা’র পর এতে শাকিবের সঙ্গে ইধিকা পালের রসায়ন ফিরছে।

ছোট পর্দায় বেশ কিছু নাটক ও টেলিফিল্ম পরিচালনা করে হাত পাকিয়েছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ বড় পর্দার জন্য তার প্রথম কাজ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ