Connect with us

সিনেমা হল

বরিশালে সালমান শাহ-শাবনূর জুটির ‘তুমি আমার’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুমি আমার’ সিনেমায় শাবনূর ও সালমান শাহ (ছবি: ফেসবুক)

অমর নায়ক সালমান শাহ ও শাবনূর জুটির প্রথম সিনেমা ‘তুমি আমার’ অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে। আজ (১০ ফেব্রুয়ারি) বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এটি।

জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় ১৯৯৪ সালের ১৯ মে। সেদিন ছিলো ঈদুল আজহা। এতে আকাশ চরিত্রে সালমান শাহ এবং ডানা চরিত্রে অভিনয় করেন শাবনূর। তাদের জুটির সিনেমাটি দারুণ ব্যবসাসফল হয়।

‘তুমি আমার’-এর মাধ্যমে জহিরুল হকের ছেলে আব্দুল্লাহ জহির বাবুর কাহিনিকার ও চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হয়। তিনিই সোশ্যাল মিডিয়ায় অভিরুচিতে সিনেমাটি মুক্তির খবরটি শেয়ার করেছেন। তিনি জানান, জহিরুল হক ছবিটির পুরো কাজ শেষ করে যেতে পারেননি। তার ইন্তেকালের পর তমিজ উদ্দীন রিজভী অবশিষ্ট কাজ সম্পন্ন করেন।

সিনেমাটি আবার বড় পর্দায় মুক্তির উদ্যোগ নেওয়ায় বুকিং এজেন্ট জাহাঙ্গীরকে ধন্যবাদ জানিয়েছেন আব্দুল্লাহ জহির বাবু। তিনি বলেন, ‘আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতিবিজড়িত এবং উল্লেখযোগ্য সিনেমা এটি।’

‘তুমি আমার’ সিনেমায় শাবনূর ও সালমান শাহ (ছবি: ফেসবুক)

‘তুমি আমার’ সিনেমায় আরো অভিনয় করেছেন কে এস ফিরোজ, প্রবীর মিত্র, সৈয়দ হাসান ইমাম, কে এস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, রাশেদা চৌধুরী, মেঘলা, নাসরিন, সজীব তাহের, রূপা ও জামাল।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রয়াত আবু তাহের। গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও মনিরুজ্জামান মনির। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, রুমানা মোর্শেদ কনকচাঁপা, শেখ ইশতিয়াক ও আগুন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে অভিষেকেই সাড়া ফেলেন সালমান শাহ। এরপর ‘তুমি আমার’ ছিলো তার দ্বিতীয় সিনেমা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ