হলিউড
বলিউডে পাননি, হলিউডে একবারই নায়কের সমান পারিশ্রমিক প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি রুশো ভ্রাতৃদ্বয়ের অ্যাকশনে ভরপুর ‘সিটাডেল’ নামের একটি আমেরিকান গোয়েন্দা সিরিজে অভিনয় করছেন। এজন্য পুরুষ সহশিল্পীর সমান পারিশ্রমিক পেয়েছেন তিনি। ২২ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এমন সুযোগ হয়েছে তার। বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে তিনি এই তথ্য জানিয়েছেন। বলিউড যে প্রাপ্য দেয়নি, হলিউডে গিয়ে সেই সম্মান ধরা দিয়েছে তার হাতে।
ভারতের সবচেয়ে সফল তারকাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা বলিউডে ৬০টির বেশি সিনেমায় কাজ করেছেন। একদশক আগে তিনি হলিউডে পা রাখেন। আমেরিকান বিনোদন শিল্পে আলাদা অবস্থান করে নেওয়া হাতেগোনা ভারতীয় তারকাদের মধ্যে তিনি অন্যতম।

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
প্রিয়াঙ্কা বিবিসিকে বলেন, ‘বলিউডে কখনো নায়কদের মতো সমপরিমাণ পারিশ্রমিক পাইনি। সত্যি বলতে, পুরুষ সহশিল্পীদের মোট পারিশ্রমিকের প্রায় ১০ শতাংশ পেয়েছি আমি। ব্যবধানটা অনেক বড়। এখনো অনেক অভিনেত্রীকে এই পরিস্থিতি মোকাবিলা করতে হয়। হলফ করে বলতে পারি, যদি আমিও এখন বলিউডে কাজ করি তাহলে পুরুষ সহশিল্পীর চেয়ে অনেক কম পারিশ্রমিক পাবো। আমার সমসাময়িক অভিনেত্রীরা অবশ্যই সমান পারিশ্রমিক চেয়েছেন। আমরা সবাই চেয়েছি, কিন্তু পাইনি।’

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
প্রিয়াঙ্কা জানান, ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে নবীন অভিনেত্রী হিসেবে পথচলার শুরুতে নায়কতন্ত্রকে স্বাভাবিক ধরে নিয়েছিলেন তিনি। তার বর্ণনায়, ‘সেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকাটা স্বাভাবিক লেগেছিলো, যখন আমার পুরুষ সহশিল্পী নিজের মতো করে আসতেন। নায়কই ঠিক করতেন তিনি কখন সেটে আসবেন এবং তারপর আমরা শুটিং শুরু করবো।’
প্রিয়াঙ্কার দাবি, বলিউডে পথচলা শুরুর সময় নিজের বর্ণের কারণে অবমাননার শিকার হয়েছিলেন। তার কথায়, “আমাকে ডাকা হতো ব্ল্যাক ক্যাট এবং ডাস্কি। যে দেশের বেশিরভাগ মানুষ আক্ষরিক অর্থেই কৃষ্ণবর্ণের, সেখানে আমাকে ‘ডাস্কি’ বলে কী বোঝানো হতো? এ কারণে ভাবতাম, আমি আহামরি সুন্দরী নই। মনে হতো, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এমন মনোভাব ঔপনিবেশিক সময় থেকেই আছে। এখনো সেই মানসিকতা বদলায়নি।”

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
উপমহাদেশে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আমেরিকায় নিজের অবস্থান তৈরি করতে একদশক ধরে সংগ্রাম করতে হয়েছে প্রিয়াঙ্কাকে। সেসব দিনে ফিরে তাকিয়ে তিনি বলেন, ‘আমি নিজে মিটিংয়ে যেতাম, নিজের পরিচয় দিতাম এবং আমার শো রিল নিয়ে যেতাম। অভিনয় কোচ ও ভাষা কোচদের সঙ্গে কাজ করেছি। অডিশন দিয়ে বাদ পড়ে কাঁদতাম। পরে অন্য আরেকটি অডিশনে যেতাম। যেকোনো নতুন ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে যতটা খাটুনি দরকার আমি সবই করেছি।’
২০১৫ সালে ‘কোয়ান্টিকো’র মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম তারকা হিসেবে আমেরিকান টেলিভিশন চ্যানেলের সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা। যদিও তিনি মনে করেন, জাতিগত বৈচিত্র্যের ব্যাপক ধারণা তাকা সত্ত্বেও তার গোত্রের অভিনয়শিল্পীদের এখনো হলিউডে মূলধারার কাজ পেতে হিমশিম খেতে হয়।

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
প্রিয়াঙ্কার মন্তব্য, ‘আমি হয়তো পর্যাপ্ত আস্থা অর্জন করতে পেরেছি। তাই দারুণ কিছু কাজ করছি। সেগুলো দর্শকরা গ্রহণ করে কিনা দেখা যাক। দক্ষিণ এশিয়ান ও ভারতীয় যে কারও বেলায় হলিউডে টিকে থাকা সত্যিই কঠিন। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’
পিপল’স চয়েস অ্যাওয়ার্ডে ‘কোয়ান্টিকো’র জন্য নতুন টিভি সিরিজের প্রিয় অভিনেত্রী বিভাগে পুরস্কার পান প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা হিসেবে প্রায়ই বৈশ্বিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রিয়াঙ্কা। কিন্তু নিজের দেশের বিভিন্ন ইস্যুতে চুপ থাকায় ভারতে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক ও নেতিবাচক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ব্যাপারে তনি বলেন, “এমন কিছু মানুষ থাকে যারা সবসময় বলাবলি করে, ‘আপনি এ ব্যাপারে কিছুই বলেননি’, ‘এ ব্যাপারে আপনার কিছু বলা উচিত ছিল’। কখনো সবাইকে খুশি করা যায় না।”

মেয়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
ভারতের লখনউতে থাকাকালে বিবিসির সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। তখন সেখানে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে স্বাস্থ্যকেন্দ্র ও স্কুল পরিদর্শন করেন তিনি। একইসঙ্গে অল্প বয়সী ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৫ বছর ধরে ইউনিসেফের সঙ্গে যুক্ত থাকার অংশ হিসেবে ভারত ছাড়াও বাংলাদেশ, জিম্বাবুয়ে, ইথিওপিয়া, জর্ডানসহ বিভিন্ন দেশে গিয়ে সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের সঙ্গে কথা বলেছেন তিনি। তার দৃষ্টিতে, ‘শিশুরা সবখানে পৌঁছাতে পারে না। তাই তাদের জন্য কিছু করতে পারা আমার জীবনের সবচেয়ে মহৎ কাজ।’

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
২০১৮ সালের ১ ডিসেম্বর আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। সম্প্রতি তারা একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন।

দুবাইয়ে প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: ইনস্টাগ্রাম)
সম্প্রতি দুবাই ভ্রমণে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। বন্ধুদের সঙ্গে ইয়ট ভ্রমণ, সাঁতার, জেট স্কি, সূর্যস্নান ও ওয়াইন উপভোগের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এর আগে সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
প্রিয়াঙ্কাকে সবশেষ হলিউড তারকা কিয়ানু রিভসের সঙ্গে ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ (২০২১) সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। আগামী বছর ‘সিটাডেল’ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এছাড়া বড় পর্দায় মুক্তি পাবে হলিউডে তার নতুন দুই সিনেমা জেমস সি স্ট্রাউস পরিচালিত ‘লাভ অ্যাগেইন’ (সেলিন ডিওন) এবং ‘এন্ডিং থিংস’ (অ্যান্থনি ম্যাকি)। এছাড়া বলিউডে ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’র শুটিং আগামী বছর শুরু করবেন তিনি। এতে তার সহশিল্পী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস