ওটিটি
বাঁধনের প্রশংসায় অনুরাগ কাশ্যাপ

অনুরাগ কাশ্যাপ (ছবি: চরকি)
দেশের বাইরের ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং হইচই’য়ের জন্য কাজ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার বাংলাদেশের ওয়েব সিরিজ ‘গুটি’তে দেখা যাবে তাকে। এর টিজার দেখে তার প্রশংসা করেছেন ভারতীয় প্রযোজক-পরিচালক অনুরাগ কাশ্যাপ। সোশ্যাল মিডিয়ায় এই মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।
গত ৭ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘গুটি’ নিয়ে একটি রিল পোস্ট করেছেন অনুরাগ কাশ্যাপ। এতে ‘গুটি’র একটি ক্লিপ শেয়ার করেন তিনি।
বাঁধনকে উদ্দেশ করে ভিডিওতে অনুরাগ লিখেছেন, “শুভকামনা বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’-এর পর এবং ‘খুফিয়া’র আগে।”

‘গুটি’ সিরিজে সুলতানার ভূমিকায় আজমেরী হক বাঁধন (ছবি: চরকি)
অনুরাগ কাশ্যাপ হিন্দি সিনেমায় অসাধারণ কিছু কাজের জন্য খ্যাতি পেয়েছেন ৷ তিনি একবার জাতীয় পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন ৷ ২০১৩ সালে তাকে নাইট অব আর্ট অ্যান্ড লেটার্স পুরস্কারে ভূষিত করে ফ্রান্স সরকার।

‘গুটি’ সিরিজে সুলতানার ভূমিকায় আজমেরী হক বাঁধন (ছবি: চরকি)
ওটিটি প্ল্যাটফর্ম চরকির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ‘গুটি’র টিজারে দেখা যায়, মাদক পাচারকারীর চরিত্রে বাঁধনকে বিশেষ অঙ্গের ভেতর মাদক ভরে তারপর পাচার করতে হয়। তার চরিত্রের নাম সুলতানা।
সিরিজটি পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত। এতে বাঁধন ছাড়াও আছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদসহ অনেকে।

টাবুর সঙ্গে আজমেরী হক বাঁধন (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে নেটফ্লিক্সে কিছুদিনের মধ্যে মুক্তি পাবে বাঁধনের নতুন সিনেমা ‘খুফিয়া’। সম্প্রতি এর ট্রেলারে তার একঝলক দেখা গেছে। বিশাল ভরদ্বাজের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন টাবু, আলি ফজলসহ অনেকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস