বিশ্বসংগীত
বাংলাদেশকে প্রথম গ্র্যামি মনোনয়ন এনে দিলেন মা-মেয়ে
বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরের মনোনয়ন তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী আরমীন মুসা ও তার মা নাশিদ কামাল। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় মনোনীত বার্কলে ইন্ডিয়ান অনসাম্বলের ‘শুরুয়াত’-এ আছে তাদের একটি গান। এর শিরোনাম ‘জাগো পিয়া’।
গ্র্যামির ইতিহাসে প্রথমবার কোনো বাংলাদেশি শিল্পী ও গীতিকারের গান মনোনয়ন পেলো। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডসে অংশ নেবেন মা-মেয়ে।
‘শুরুয়াত’ অ্যালবামে রয়েছে মোট ১০টি গান। বেশিরভাগই পুরনো। চারটি মৌলিক গানের মধ্যে ‘জাগো পিয়া’ একটি। এর কথা লিখেছেন নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল। নিজের সুরে এতে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বার্কলে কলেজ অব মিউজিকের প্রাক্তন শিক্ষার্থী আরমীন মুসা।
১৯৯১ সালে গ্র্যামিতে চালু হয় বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম শাখা। সেটাই এখন বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম নামে প্রদান করা হচ্ছে। এবার একই শাখায় আরও মনোনয়ন পেয়েছে নাইজেরিয়ার গায়ক বার্না বয়ের ‘লাভ, দামিনি’, বেনিনের গায়িকা অ্যাঞ্জেলিক কিজো ও লেবানিজ যন্ত্রসংগীতশিল্পী ইব্রাহিম মালুফের ‘কুইন অব শিবা’, পণ্ডিত রবিশঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর, ডাচ সংগীত দল মেট্রোপোল অর্কেস্ট ও ব্রিটিশ সংগীত পরিচালক জুলস বাকলি ও অস্ট্রিয়ান যন্ত্রসংগীতশিল্পী মানু ডেলাগোর ‘বিটউইন আস… লাইভ’ এবং জাপানি সংগীতশিল্পী মাসা তাকুমির ‘সাকুরা’।
যুক্তরাষ্ট্রের বার্কলে কলেজ অব মিউজিকের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে বার্কলে ইন্ডিয়ান অনসাম্বল গঠনের উদ্যোগ নেন ভারতের কেরালার সংগীতশিল্পী অ্যানেট ফিলিপ। সোশ্যাল মিডিয়ায় তিনি গ্র্যামি মনোনয়নের সুখবরটি জানিয়েছেন। তার তথ্যানুযায়ী, দলটিতে ৩৯ দেশের ৯৮ জন সংগীতশিল্পী এবং কয়েকজন শব্দ প্রকৌশলী আছেন।
গত জুলাই মাসে প্রকাশিত হয় ‘শুরুয়াত’। যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করে কাটানো বার্কলে ইন্ডিয়ান অনসাম্বলের শিল্পীদের প্রথম অ্যালবাম এটি। এতে ভারতের তবলাবাদক জাকির হোসেন, সুরকার-গায়ক শঙ্কর মহাদেবা, কন্নড় কণ্ঠশিল্পী বিজয় প্রকাশ, গায়িকা শ্রেয়া ঘোষালের কাজও আছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস