Connect with us

বলিউড

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রীতির উদ্বেগ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

প্রীতি জিনতা (ছবি: এক্স)

কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর জ্বালাও-পোড়াও চলছে। বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ বেশি। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জ়িনতা। বাংলাদেশে যেন দ্রুত শান্তি ফিরে আসে সেই প্রার্থনা তুলে ধরেছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় ৪৯ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যা ঘটছে, সেসব দেখে আমি বিপর্যস্ত। মানুষ হত্যা হচ্ছে, পরিবার গৃহহীন হচ্ছে, নারীরা নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘুদের প্রার্থনাস্থল ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হচ্ছে। আশা করছি, নতুন সরকার এসব সহিংসতা বন্ধে যথাযথ পদক্ষেপ নেবে। বাংলাদেশের নিপীড়িতদের জন্য প্রার্থনা রইলো।’

প্রীতির আগে বলিউড তারকাদের মধ্যে সনু সুদ, রাভিনা ট্যান্ডন ও আদিল হুসেন বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। বাংলাদেশের সংখ্যালঘু নারীরা নিজেদের দুর্দশার কথা বলছেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সনু। রাভিনা লিখেছেন, ‘নির্যাতিতদের জন্য আমার সমবেদনা রইলো। অবিলম্বে এই হিংসা বন্ধ হোক। এটা চুপ করে থাকার সময় নয়।’

প্রীতি জিনতা (ছবি: এক্স)

প্রীতিকে সর্বশেষ ২০১৮ সালে নীরাজ পাঠক পরিচালিত ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। এতে সানি দেওলের বিপরীতে অভিনয় করেন তিনি। ছয় বছর পর রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন প্রীতি। এতেও তার সহশিল্পী সানি দেওল।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ