কচিকাঁচা কর্নার
বাংলাদেশের বড় পর্দায় সেই রাজকন্যা মোয়ানা

‘মোয়ানা টু’ সিনেমার দৃশ্য (ছবি: ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা বড় পর্দায় এসেছিলো আট বছর আগে। ‘তে ফিতি’ নামক একটি পাথরের সঙ্গে একটি রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করতে একদিন মহাসমুদ্র পাড়ি দেয় মেয়েটি। চলার পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। পরিবেশের জয়গান গাওয়া ‘মোয়ানা’ সিনেমার এই গল্প বিশ্বজুড়ে সাড়া ফেলে। এর পরবর্তী কিস্তির জন্য মুখিয়ে থাকা দর্শকদের অপেক্ষা ফুরিয়েছে।
ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় গতকাল (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘মোয়ানা টু’। বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে আগামীকাল (২৯ নভেম্বর) মুক্তি পাবে সংগীতনির্ভর অ্যানিমেটেড সিনেমাটি।

‘মোয়ানা টু’ সিনেমার দৃশ্য (ছবি: ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
নতুন পর্বে মোয়ানা চরিত্রে আউলি ক্রাভালিও ও মাউয়ি চরিত্রে যথারীতি কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। কাহিনিতে সমুদ্রে মজার ও অ্যাকশনে ভরপুর আরেকটি অ্যাডভেঞ্চারে দেখা যাবে মোয়ানাকে। একটি দৃশ্যে হাঙরের সামনে পড়ে সে। সিনেমাটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪০ মিনিট।
‘মোয়ানা টু’র অগ্রিম টিকেটের চাহিদা দেখে দর্শকদের উৎসাহ ভালোই বোঝা যায়। অনলাইন টিকিট বিক্রয় মাধ্যম ফ্যান্ডাঙ্গোর তথ্যানুযায়ী, ২০২৪ সালের চতুর্থ সেরা প্রি-সেল পেয়েছে সিনেমাটি। এর ওপরে আছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘উইকড’ ও ‘ডুন: পার্ট টু’।

‘মোয়ানা টু’ সিনেমার দৃশ্য (ছবি: ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন স্টুডিওসের ‘মোয়ানা টু’ যৌথভাবে পরিচালনা করেছেন ডেভিড ডেরিক জুনিয়র, জেসন হ্যান্ড ও ডানা লেদ্যু মিলার। তিনজনেরই এটি প্রথম পরিচালনা।
২০১৬ সালে জন মাস্কার ও রন ক্লেমেন্টস পরিচালিত ‘মোয়ানা’ বক্স অফিসে আয় করেছে ৬৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এবারের পর্ব সেই অঙ্ক ছাপিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস