বলিউড
বাংলাদেশে নিজের সিনেমা মুক্তিতে যা বললেন সালমান

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় পূজা হেগড়ে ও সালমান খান (ছবি: টুইটার)
বলিউড সুপারস্টার সালমান খানের অ্যাকশন ধর্মী বিনোদনমূলক সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ ঈদুল ফিতর উপলক্ষে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় গত ২১ এপ্রিল। তবে বক্স অফিসে আহামরি ব্যবসা করতে পারেনি এটি। চার মাস পর এই সিনেমা আজ (২৫ আগস্ট) মুক্তি পেলো বাংলাদেশে।
বাংলাদেশে নিজের সিনেমা মুক্তি পাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সালমান খান। সেই সঙ্গে বাংলাদেশের দর্শকদের জন্য নিজের ছবি সংবলিত একটি পোস্টার শেয়ার দিয়েছেন তিনি। ভক্তদের উদ্দেশে ৫৭ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, “আজ বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে। ভরপুর অ্যাকশন, মজা ও বিনোদনের জন্য প্রস্তুত হন!”
জি স্টুডিওসের পরিবেশনায় ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আমদানি করেছে এন ইউ আহম্মদ ট্রেডার্স। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি সিনেমাহলে দেখা যাবে বলিউডের সিনেমাটি। এর আগে গত ১২ মে শাহরুখ খানের ‘পাঠান’ আমদানি করেছিলো দি কনটেন্ট স্পেশালিস্ট। এতে সালমান খান অতিথি চরিত্রে অভিনয় করেছেন।
সাফটা চুক্তির আওতায় ‘কিসি কা ভাই কিসি কি জান’ আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’।
‘কিসি কা ভাই কিসি কি জান’ হলো তামিল সিনেমা ‘বীরাম’-এর (২০১৪) হিন্দি রিমেক। সালমান খান ফিল্মসের প্রযোজনায় ১২৫ কোটি রুপি বাজেটে এটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এর আয় হয়েছে ১৮২ কোটি ৪৪ লাখ রুপি।

পূজা হেগড়ে ও সালমান খান (ছবি: টুইটার)
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সল্লুর বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দক্ষিণী তারকা ভেঙ্কটেশ ও জগপতি বাবুকে। একটি গানে অতিথি হিসেবে হাজির হয়েছেন আরেক দক্ষিণী তারকা রাম চরণ। অতিথি চরিত্রে আরো আছেন সালমানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’র (১৯৮৯) নায়িকা ভাগ্যাশ্রী, তার স্বামী হিমালয় দাসানি ও তাদের ছেলে অভিমন্যু দাসানি। ৩৩ বছর পর আবার সালমান-ভাগ্যাশ্রী একফ্রেমে এলেন।

‘ইয়েন্তাম্মা’ গানের দৃশ্যে রামচরণ, সালমান খান ও ভেঙ্কটেশ (ছবি: টুইটার)
এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভূমিকা চাওলা, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সতীশ কৌশিক, সিদ্ধার্থ নিগাম, জাসি গিল, রাঘব জুইয়াল, সিদ্ধার্থ নিগাম, বিজেন্দর সিং, আসিফ শেখ, তেজ সাপ্রু, অভিমন্যু সিং, তানিকেল্লা ভারানি, অমিত তিওয়ারি, পরাগ ত্যাগী, রোহিনি হাত্তানগাড়ি।
‘কিসি কা ভাই কিসি কি জান’ গত ২৩ জুন জিফাইভে মুক্তি পেয়েছে। তবে বাংলাদেশে এই ওটিটি প্ল্যাটফর্ম দেখা যায় না বলে আশা করা হচ্ছে, সিনেমাহলে সালমান খানের ভক্তদের ভিড় জমবে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস